ভারতীয় দলের ব্যাটিং ইউনিট নিয়ে এখনও পর্যন্ত ইংল্যান্ডে তেমন প্রশ্ন ওঠেনি, কারণ টপ অর্ডার ব্যাটাররা প্রায় সকলেই রান পেয়েছেন একমাত্র করুণ নায়ারকে ছাড়া। আর অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজাও রানের মধ্যেই রয়েছেন। যেটা সমস্যা সেটা হল, করুণ নায়ারকে তিনটি ম্যাচে টানা সুযোগ দেওয়া হলেও তিনি বড় রানে কনভার্ট করতে পারছেন না। এর জেরে সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণদের বসে থাকতে হচ্ছে। করুণ নায়ারের ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স ভালো থাকার কারণেই তাঁকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কামব্যাকটা মোটেই সুখকর হয়নি তাঁর। বেশ কয়েকটি ক্ষেত্রেই দেখা গেছে, করুণ শট নেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন এবং শুরুটা ভালো করেও ৩০-র গণ্ডি পেরোতে না পেরোতেই আউট হয়ে গেছেন।
ফলে করুণের দলে থাকা নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই নিয়েই এবার প্রাক্তন ক্রিকেটার মুরলি কার্তিক বলছেন, ‘করুণ নায়ার দুরন্ত পারফরমেন্স করে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছে। সেই কারণেই ওকে প্রথম একাদশে রাখা হয়েছে। কিন্তু ওর ব্যাটিং পজিশন ছিল ৫-৬, কিন্তু ওকে তিন নম্বরে আনা হয়েছে। কিন্তু সেই সুযোগ ও কাজে লাগাতে পেরেছে বলে আমার মনে হয় না। তাই পরের ম্যাচে ওর ওপর চাপ থাকবে ’।
যদিও কার্তিক মনে করেন করুণ নায়ারকে পরের ম্যাচেও খেলানো হবে। সাই সুদর্শন বা অভিম্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হবে না, কারণ করুণের অভিজ্ঞতা এদের তুলনায় অনেক বেশি। কার্তিকের কথায়, ‘আমার মনে হয় ভারত চাইবে এই দলই ধরে রাখতে। প্লেয়ারের ওপর দল ভরসা করেছে, এবার প্লেয়ারকেও সেটার দাম ফিরিয়ে দিতে হবে। ও এখনও পর্যন্ত অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি। তাই গম্ভীর এবং গিল ওকে নিয়ে কি সিদ্ধান্ত নেন পরের ম্যাচে, সেদিকে নজর থাকবে ’।