বাংলা নিউজ > ক্রিকেট > রোহিতকে এভাবে টেস্ট অবসর নিতে দিতেন? রবি শাস্ত্রী বলছেন, ‘সিডনিতেই ওকে খেলাতাম’! প্রাক্তনীর খোঁচা বর্তমানকে?
রোহিত শর্মা যেভাবে বর্ডার গাভাসকর ট্রফির মাঝেই অবসর নিয়েছেন, তা মেনে নিতে পারছেন না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলছেন, তিনি থাকলে বিষয়টা নিজের মতো করেই সামাল দিতেন। কোনওভাবেই রোহিতকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নিতে দিতেন না খারাপ সময়। তাহলে কি বর্তমান কোচ গৌতম গম্ভীররে দিকেই আঙুল তুললেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য? শাস্ত্রীকে নিয়ে কিন্তু গৌতম গম্ভীর অতীতে তীর্যক মন্তব্য করেছিলেন, যা বেশ ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। কিন্তু রবি কখনই গৌতমকে একহাত নেননি।