টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন ফ্যাফ ডু'প্লেসি। তিনি সংগ্রহ করেন যথাক্রমে ১৮, ৮ ও ৭ রান। তবে চলতি মেজর লিগ ক্রিকেটের পরবর্তী চার ম্যাচে মাঠে নেমে টেক্সাস সুপার কিংসের ক্যাপ্টেন এই নিয়ে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে ৫১ বলে ১০০ রান করার পরে এবার এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে ফের বিধ্বংসী শতরান করেন ডু'প্লেসি।
সোমবার ডালাসে এমএলসি ২০২৫-এর ২১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে টেক্সাস সুপার কিংস ও এমআই নিউ ইয়র্ক। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
অধিনায়কোচিত শতরান ডু'প্লেসির
ক্যাপ্টেন ডু'প্লেসি ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৫১ বলে। সাহায্য নেন ৫টি চার ও ৯টি ছক্কার। শেষমেশ ৫৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন টেক্সাস সুপার কিংসের ক্যাপ্টেন।
এছাড়া ডোনোভন ফেরেইরা ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৫ রান করেন মার্কাস স্টইনিস। এমআই নিউ ইয়র্কের হয়ে ২টি করে উইকেট দখল করেন জর্জ লিন্ডে ও রুশিল উগারকার। উইকেট পাননি ট্রেন্ট বোল্ট ও কায়রন পোলার্ড।
পালটা ব্যাট করতে নেমে এমআই নিউ ইয়র্ক ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৪ রানে আটকে যায়। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জেতে টেক্সাস। সেই সুবাদে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করে। ৭ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। অন্যদিকে এমআই ৭ ম্যাচে এই নিয়ে ষষ্ঠবার পরাজয়ের মুখ দেখে।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি পোলার্ডের
নিউ ইয়র্কের হয়ে কায়রন পোলার্ড ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা।