IPL 2025-এ কি খরা কাটাতে পারবেন বিরাট কোহলি? এবারের আইপিএলে ১১ ম্যাচের পর এখনও পর্যন্ত ৮টি ম্যাচে জিতেছে কোহলির দল। সেই সুবাদে তাঁরা রয়েছে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার ওপরে। এরপর প্লে অফে পৌঁছানোর পরেও কি কোহলিরা সেই একই ছন্দ বজায় রাখতে পারবে? এর উত্তর দেবেই সময়ই।
তবে ২০২৫ সালে কিন্তু এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে বিরাট কোহলির ভক্তরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন, যে তাঁদের আইকনও এবারের আইপিএলে ট্রফির খরা কাটাতেই পারেন। ২০০৮ সালে প্রথম বার বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সই করেছিলেন, কিন্তু এরপর থেকে একবারও তিনি দলকে ফাইনালে জেতাতে পারেননি।
১৮ বছরে IPL অধরা RCB-র
আইপিএলের যে কটা ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকে খেলছে, তাঁদের মধ্যে বিরাট কোহলির দলই একমাত্র একবারও আইপিএল জেতেনি। পঞ্জাব এবং দিল্লিও জিততে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, তবে তাঁরা আগে অন্য নামে খেলত। আর এখন অন্য নামে একই শহর থেকে খেলে, কিন্তু আরসিবির মালিকানা বদলালেও দলের নাম বদলায়নি, তাঁরাই একমাত্র দল যারা এখনও আইপিএলের জয়ের স্বাদ পায়নি ১৭ বছর ধরে।
কিন্তু এবারে বিশ্ব ক্রীড়া জগতে এমন এক ঘটনা ঘটেছে যা দেখে বিরাট ভক্তরা স্বপ্ন দেখা শুরু করেছেন। আসলে ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক তথা স্ট্রাইকার হ্যারি কেন জাতীয় দল এবং ক্লাবের হয়ে এতদিন পর্যন্ত বহু প্রতিযোগিতায় খেলেছেন। দলকে লিগ স্টেজ হোক বা নকআউটে গোল করে জিতিয়েওছেন।
হ্যারি কেন বুন্দেসলিগা জিতেছেন
কিন্তু ২০২৫ সালের আগে পর্যন্ত প্রায় ১৫ বছর সিনিয়র দলে বিভিন্ন ক্লাব এবং ইংল্যান্ডের জার্সিতে খেললেও হ্যারি কেন এতকাল কোনও ট্রফিই জিততে পারেননি। অর্থাৎ সিনিয়র দলে তাঁর ট্রফির ক্যাবিনেট ছিল ০। কিন্তু এবারে তিনি প্রথমবার নিজের কেরিয়ারে ট্রফির স্বাদ পেয়েছেন, বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছেন।
বিরাটকে নিয়ে ভাইরাল ভিডিয়ো
আর তারপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ইংল্যান্ড তারকা এবং ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বিভিন্ন পোস্ট। যেখানে দেখা যাচ্ছে ১৫ বছর পর যদি হ্যারি কেন এবছর ট্রফি জিততে পারেন,তাহলে বিরাটও ১৭ বছরে এসে আইপিএল ট্রফি জিতে খরা কাটাতে পারে, এমন কথা। এমনিতেও বিরাট নিজের কেরিয়ারে টি২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ সবই জিতেছেন। একমাত্র আইপিএল ট্রফিটাই জেতা হয়নি তাঁর। তাই সেই ট্রফি তিনি নিজেও জিততে মরিয়া হয়েই রয়েছেন।