পঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরন সিং এবার অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথিউ হেডেনের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়ে নিলেন। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এই মরশুমে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন, যা অতীতে তাঁর কাছ থেকে দেখা যায়নি। কেন নিলামের আগে তাকে ধরে রেখেছিল পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি, সেটাই এখন ব্যাটের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছেন প্রভসিমরন। প্রতিদিনই পঞ্জাব কিংসের কোচ অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা দিচ্ছেন তিনি। অনেক সময়ই দেখা যায় আনক্যাপড প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখে, তবে তাঁদের মধ্যে খুব কম ক্রিকেটারই সুযোগ পান ওপেনিং করার। আর পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি সেই সুযোগটাই করে দিয়েছে প্রভসিমরনকে। রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ১৮৯.৫৮ স্ট্রাইক রেটে মাত্র ৪৮ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল সাতটি ছয় এবং ছয়টি বাউন্ডারিতে।
IPL-এ PBKS ওপেনারের প্রশংসায় CSK-র প্রাক্তনী
আইপিএলের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসে তিন বছর কাটানো ম্যাথিউ হেডেন প্রভসিমরনের ব্যাটিং দেখেই মহেন্দ্র সিং ধোনির অতীতের ব্যাটিং স্টাইলের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেলেন। যেভাবে নিজের যখন ইচ্ছা মতো অবলীলায় ছয় মারতে পারতেন মাহি, এখন প্রভসিমরনও যেমন তেমনই করে দেখাচ্ছেন আইপিএলে, মনে করছেন অজি কিংবদন্তি।
প্রভসিমরনের মধ্যে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন হেডেন
হেডেনের কথায়, "ওর মধ্যে ব্যাটিংয়ে বড় শট খেলার ব্য়াপক ক্ষমতা রয়েছে। ২০১০ সালে তরুণ মহেন্দ্র সিং ধোনি শেষের ওভারগুলোয় বড়় বড় ছয় মারতেন। সেই একইধরণের বৈশিষ্ট্য রয়েছে আজকের প্রভসিমরনের মধ্য়েও। ওর ব্যাটের স্পিন যেমন খুবই দ্রুত, তেমনই নিজেকে ভালো ভিতও দিতে পারেন। ওর মধ্যেও ভয়ডরহীন মানসিকতা রয়েছে, আর কম উচ্চতার ক্রিকেটার হওয়ায় মাটিতে রেখে শট খেলার ক্ষেত্রেও ছোট ছোঁট ফাঁক তৈরি করতে পারে প্রভসিমরন।''
চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী বলছিলেন, প্রভসিমরনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই প্রতিপক্ষ এলএসজি বোলাররা ভুল করে ফেলছিলেন, অর্থাৎ বোলারদের চাপে রেখেছিলেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্তই দাপটের সঙ্গে খেলেন পঞ্জাবের এই ওপেনিং ব্যাটটার। যখন তিনি ৯১ রানের ইনিংসের পর আউটও হলেন, তখনও তাঁর মধ্যে ছিল হাসি। অর্থাৎ শতরান মিসের থেকেও দর্শকদের যে তিনি আনন্দ দিতে পেরেছেন, এটাই ছিল তাঁর কাছে তৃপ্তির বড় বিষয়।
২ পয়েন্ট পাওয়ায় খুশি প্রভসিমরন
ম্যাচ শেষে তাই প্রভসিমরন বলছিলেন, ‘আজকে আমাদের ২ পয়েন্ট খুব দরকার ছিল। সেদিক থেকে দেখলে এই ইনিংসটা খুবই ভালো ছিল, আর আমি নিজে দলের জন্য ২ পয়েন্ট তোলার ক্ষেত্রে অবদান রাখতে পেরে ভালোই লাগছে। আমার ক্যাচটা যখন মিস হয়েছিল তখন সবে আমি সেট হচ্ছিলাম। পরে যখন উইকেটটা ভালোভাবে বুঝতে পারলাম, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে কম করে ২০০ রান এই উইকেটে করতেই হবে। প্রত্যেক ম্যাচেই আমাদের ব্যাটারদের মধ্যে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দলেও ভারসাম্য বজায় থাকছে ’।