১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ২০১১ সালের পর এটাই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে আইসিসির শ্রেষ্ঠত্বের শিরোপা জয়। কারণ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেবার ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সেটা ছিল টি২০ ফরম্যাটে, এরপর ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে কাপ হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার।
২০১৭ ফাইনাল হারের জ্বালা জুড়ালো
২০১৭ সালে কাপ হারতছাড়া হওয়ার যন্ত্রণা, ক্ষত রবিবার পর্যন্ত যে দগদগে ছিল বিরাট, শামি, রোহিত, হার্দিকদের মনের মধ্যে, সেটা বোঝা গেল খেলার শেষের পরই। আবেগের বিস্ফোরণ ঘটল দুবাইয়ের মাটিতে। ২০১৭ সালে না করতে পারা কাজটা অবশেষে ৮ বছর পর সেড়ে ফেললেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারা।
গতবারের থেকে অনভিজ্ঞ দল
গতবারের তুলনায় এই ভারতীয় দলে অভিজ্ঞতার নিরিখে অনেক ক্রিকেটারই রয়েছেন, যারা কম। গতবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট, শিখর, রোহিত, হার্দিক ছাড়াও ধোনি, যুবিরা ছিলেন। তাঁদের অনেকেই ছিলেন নিজের কেরিয়ারের মধ্য গগন বা পড়ন্ত লগ্নে। সেই তুলনায় এবারের ভারতীয় দলে বরুণ, অক্ষর, রানা, গিলের মতো ক্রিকেটাররা রয়েছেন যারা নিজেদের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে রয়েছেন (বয়স বেশি হলেও বরুণ ওডিআইতে খেলেননি বেশি)
ম্যাচ শেষে বিসিসিআইয়ের পক্ষ থেকেই আপলোড করা হল এক ভিডিয়ো, যেখানে বিরাট কোহলি, থেকে মহম্মদ শামিদের RAW ইমোশন বা আবেগ ঝড়ে ঝড়ে পড়ল। ম্যাচ তখনও শেষ হয়নি। কথায় আছে, Its not over until its over। তাই বিরাট কোহলি, অক্ষর প্যাটেলরা যেমন ছিলেন ম্যাচ ফিনিশের আগে ব্যাপক চিন্তায়। তেমনই গ্লাভস পড়ে রেডি হয়ে ড্রেসিং রুমে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কুলদীপ যাদবকে। মহম্মদ শামিকেও দেখা গেল রেডি হতে, যদি দরকার পড়ে।
বিসিসিআইয়ের সেই ভিডিয়ো
এরপরই এল সেই মাহেন্দ্রক্ষণ। রবীন্দ্র জাদেজা ফাইনাল রান তুলে নিতেই ড্রেসিং রুম থেকে মাঠ, সবেতেই ভারতীয় ক্রিকেটাররা ফেটে পড়লেন বাধ ভাঙা উচ্ছাসে। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার। তখন যেন বয়স কেউ কারোর বাধা মানছে না। সকলেই নিজেদের স্পেশাল দিনটা চুটিয়ে উপভোগ করে নিলেন।
ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই বিরাট জড়িয়ে ধরলেন রোহিত শর্মাকে। হার্দিক ভালোবেসে বুকে জড়ালেন লোকেশ রাহুলকে। রবীন্দ্র জাদেজা একাই প্রায় কাঁধে তুলে নিলেন কোচ গৌতম গম্ভীরকে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩ ওডিআই বিশ্বকাপ হারের জ্বালা জুড়োল ভারতীয়দের। এমন ঐতিহাসিক মূহূর্তে অক্ষর, হার্ষিত, আর্শদীপরা তুললেন সেলফি।
মাঠের ভিতর ট্রফির সঙ্গে শ্যাম্পেইল উড়িয়ে উৎসবে মাতলেন শ্রেয়সরা। খুনসুটি করলে পন্তের সঙ্গেও। এরপর মাঠের বাইরেও ছিলেন ভারতীয় ক্রিকেটারদের টানা সেলিব্রেশন। কেক কাটলেন রোহিত শর্মা। ভাঙ্গরার তালে তালে হোটেলে নাচতে নাচতে ঢুকলেন আর্শদীপ সিং। স্টেডিয়ামের বাইরে থেকে হোটেলের বাইরে পর্যন্ত রোহিতরা যেখানেই গেলেন, দেখা পেলেন কাতারে কাতারে সমর্থকের।