বাংলা নিউজ > হাতে গরম > COVID-19 Updates: চব্বিশ ঘণ্টায় আরও ১০৩৫ আক্রান্তের হদিশ, মোট সংক্রামিত ৭৫০০ ছুঁইছুঁই
পরবর্তী খবর
চব্বিশ ঘণ্টায় একলাফে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল ১,০৩৫। তার ফলে মোট সংক্রামিতের সংখ্যা প্রায় ৭,৫০০-র কাছে গিয়ে ঠেকল।
আরও পড়ুন : করোনা রুখতে বাড়িতেই মাস্ক তৈরি করুন, শিখে নিন ধাপে ধাপে পদ্ধতি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৪৪৭ জন। তাঁদের মধ্যে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ১৫ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ৪০। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩৯ জন। ফলে দেশে এখনও পর্যন্ত মোট ৬৪২ জন করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন।