
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফেসমাস্ক বানাতে প্রয়োজন পরিষ্কার সুতির কাপড় এবং সেলাই মেশিন অথবা ছুঁচ-সুতো।
জেনে নিন, কী ভাবে নিজের বাড়ি বসেই তৈরি করা যায় ফেস মাস্ক:
পুরনো কিন্তু পরিষ্কার সুতির কাপড় মাস্ক তৈরির কাজে ব্যবহার করা যায়। তবে মাস্ক তৈরির আগে কাপড়টি জলে ফুটিয়ে নিতে ও রোদে শুকিয়ে নিতে হবে।
বড়দের মাস্ক তৈরির জন্য কাপড় কেটে নিতে হবে ৯ ইঞ্চি বাই ৭ ইঞ্চি মাপে। ছোটদের মাস্ক তৈরির জন্য কাপড় কাটতে হবে ৭ ইঞ্চি বাই ৫ ইঞ্চি মাপে।
মাস্কের স্ট্র্যাপ ও পাইপিং তৈরি করতে কাপড় থেকে ১.৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি মাপের ৪টি ফালি কেটে নিন।
কাপড় ভাঁজ করে ৩টি নিম্নমুখী প্লিট তৈরি করে সেলাই করে নিন। প্লিটগুলি প্রতিটি ১.৫ চওড়া হবে।
প্লিট বসানো কাপড় এবার উলটে নিন এবং আগের মতোই এই প্রান্তেও প্লিট তৈরি করুন। প্লিট সেলাই পর্ব শেষ হলে কাপড়ের মাপ ৯ ইঞ্চি থেকে কমে এসে দাঁড়াবে ৫ ইঞ্চিতে।
প্লিটগুলির উপরে পাইপিং বসিয়ে সেলাই করে নিন কাপড়ে দুই দিকেই। এবার কাপড়ের টুকরোটিতে ৪০ ইঞ্চি লম্বা স্ট্র্যাপ সেলাই করে জুড়ে দিন, যা দিয়ে মুখের উপর ও নীচ বেঁধে নেওয়া যাবে।
স্ট্র্যাপগুলি আবার তিন বার ভাঁজ করে সেলাই করে নিন।
দেখে নিন, মাস্ক আপনার নাক ও থুতনি পর্যন্ত ঢাকতে পারছে কি না। মাস্ক পরার পরে কোনও ফাঁক থেকে যাচ্ছে কি না, তা পরীক্ষা করে নিন।
মাস্ক একবার ব্যবহার করার পরে উলটে ফের ব্যবহার করবেন না। ব্যবহারের পরে ভালো করে মাস্কটি সাবানজলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তা হলে মাস্ক পুনর্ব্যবহারযোগ্য হবে।
যাঁদের বাড়িতে সেলাই করার সুবিধা নেই, তাঁরা রুমাল ও একজোড়া ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে অস্থায়ী মাস্ক তৈরি করে নিতে পারেন। বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার আবশ্যিক করুন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports