গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামের পর কেউ ভাবতেই পারেননি যে, পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এ একেবারে তাসের ঘরের মতোই গুঁড়িয়ে যাবে! চেন্নাইয়ের ঘরের মাঠে তারা একের পর এক ম্যাচে ল্যাজেগোবরে হবে! কেউ ভাবেনওনি যে, চেন্নাই এই মরশুমে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়া প্রথম দল হবে। কিন্তু ক্রিকেট মাঠে সব সম্ভব। কখন যে রং বদলে যায়, আগে থেকে কেউ কিছু বুঝতেই পারে না। আইপিএলের ইতিহাসে প্রথম বারের মতো চেন্নাই সুপার কিংস একাধিক লজ্জার নজির গড়েছে। সেই সঙ্গে ঘরের মাঠে মুখ পুড়েছে তাদের।
এবার প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সিএসকে
বুধবার (৩০ এপ্রিল) চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আর ম্যাচটি সিএসকে ৪ উইকেটে হেরে যায়। টস হেরে চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান করে। পঞ্জাব ২ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচেই মরশুমের প্রথম হ্যাটট্রিকটিও তুলে নেন যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে ২০২৫ সালের আইপিএলে ১০ ম্যাচের মধ্যে আট নম্বর ম্যাচ হারে সিএসকে। এর ফলে দলটি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে সিএসকে-র প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল।
প্রথম বারের মতো চেন্নাইয়ের দলের সঙ্গে এমন হতাশার ঘটনাগুলি ঘটল...
চেন্নাই সুপার কিংস শুধুমাত্র আইপিএস ২০২৫-এর প্রথম দল হিসেবে ছিটকেই যাননি, বরং আইপিএলের ইতিহাসে প্রথম বার বেশ কিছু লজ্জার মুখোমুখি হতে হয়েছে সিএসকে-কে। সেই লজ্জার নজিরগুলি কি জানেন? নিজেরাই দেখে নিন এক ঝলকে:
১) আইপিএলের ইতিহাসে এই প্রথম সিএসকে টানা দুই মরশুমে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। গত মরশুমেও দলটি প্লে-অফে উঠতে পারেনি। তবে গত বার তারা তাদের লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের হারিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছিল। তারা পঞ্চম স্থানে শেষ করেছিল। কিন্তু এবার প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে ছিটকে গেল সিএসকে।
আরও পড়ুন: রিঙ্কুকে কেন চড় মেরেছিলেন কুলদীপ? বিতর্কের মাঝেই পালটা নতুন ভিডিয়ো পোস্ট করল KKR
২) এই মরশুমে চিপকে এটি চেন্নাইয়ের পঞ্চম পরাজয়, যা তাদের সমগ্র ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ। এই মরশুমে এখনও পর্যন্ত, তারা ঘরের মাঠে ৬টি ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ১টিতে জিতেছে। এর আগে ২০০৮ সালে, তারা ঘরের মাঠে ৭টি ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছিল, যেখানে ২০১০ সালে, চিপকে ১০টি ম্যাচ খেলেও, তারা চারটি ম্যাচে হেরেছিল।
৩) আরও অবাক করার মতো বিষয় হল, চেন্নাই এই মরশুমে তাদের ঘরের মাঠ চিপকে টানা ৫ ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। এর আগে, দলটি কখনও টানা দু'টি ম্যাচের বেশি হারেনি।
৪) এই ম্যাচে সিএসকে-র ইনিংসের সময়ে ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন যুজি।
৫) এই প্রথম বার প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস।