শুল্ক ইস্যুতে বেশ কয়েক সপ্তাহ ধরে ভারত ও আমেরিকার মধ্যে বহু কূটনৈতিক অধ্যায় পার হয়েছে। মার্কিন মুলুক থেকে বহু হুঁশিয়ারি এসেছে দিল্লির জন্য। কিছুদিন আগে যদিও মোদীকে নিজের ‘বন্ধু’ হিসাবে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিন একথা সোশ্যাল মিডিয়ায় জানান নরেন্দ্র মোদী।
মোদী তাঁর এক্স অ্যাকাউন্টে এক টুইটে লেখেন,' আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো, আমিও ভারত-মার্কিন ব্যাপক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলিকে আমরা সমর্থন করি।' উল্লেখযোগ্যভাবে মোদীর এই পোস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার নাম তোলা হয়নি। প্রসঙ্গত, কিছু দিন আগেই, ভারতের ওপর প্রাথমিকভাবে ২৫ শতাংশ মার্কিন শুল্ক চাপায় ট্রাম্পের আমেরিকা। এরপরই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে মোদীর বক্তব্য উঠে আসে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে, অপারেশন সিঁদুর বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষের কেউ বলেননি ভারতকে। এদিকে, ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভূমিকা নিয়ে একাধিক দাবি করেছিলেন আগেই। এরপরই, যুদ্ধরত রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গ তুলে ট্রাম্প সরকার ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপায়। ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপায় আমেরিকা।
( ICCর জবাবে ঢোঁক গিলছে PCB? সূর্যকে নিয়ে ঘৃণ্য মন্তব্য ইউসুফের, খবরে আফ্রিদিও)
মার্কিন শুল্ক ঘিরে দুই দেশের মধ্য চরম কূটনৈতিক টানাপোড়েন পার করে সদ্য ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু হয়েছে দিল্লিতে। মার্কিন বাণিজ্য মধ্যস্থাতাকারীরা যখন এই আলোচনা করতে দিল্লিতে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে ফোন এল খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে। যা দুই দেশের কূটনীতির ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ।