বলিউড ইন্ডাস্ট্রিড একজন অন্যতম অভিনেত্রী নাসিফা আলি, যিনি সম্প্রতি নিজের স্বাস্থ্যের আপডেট দেন সোশ্যাল মিডিয়ায়। চতুর্থ স্তরের ক্যানসার আক্রান্ত অভিনেত্রী ফের নিজেকে প্রস্তুত করছেন কেমোথেরাপির জন্য। কিন্তু এর মধ্যেই হাসিমুখে সন্তানদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।
২০১৮ সালের নভেম্বর মাসে পেরিটোনিয়াল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। ফের চলতি বছর আবার মারণ রোগে আক্রান্ত হন তিনি। মাঝে কয়েকটা বছর ভালো থাকলেও আবারও অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তবে এবারে একেবারে স্টেজ ফোর। এই পর্যায়ে এসে অপারেশন করা সম্ভব নয় বলে শুরু করতে হবে কেমোথেরাপি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
নাসিফার তিন সন্তান। দুই ছেলে এবং এক মেয়ে। খুব স্বাভাবিকভাবেই মায়ের অসুস্থতায় চিন্তিত তাঁরা। ছেলেমেয়েদের উদ্দেশ্যে একটি উক্তির স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী যেখানে লেখা, ‘একদিন আমার বাচ্চারা জিজ্ঞাসা করেছিল, তুমি চলে গেলে আমরা কার কাছে থাকব? আমি তখন জিজ্ঞাসা বলেছিলাম, একে অপরের কাছে থেকো এটাই সবথেকে বড় উপহার।’
অভিনেত্রী যে স্ক্রিনশট শেয়ার করেন সেখানে আরও লেখা, ‘তোমরা একে অপরকে ভালোবেসে নিজেদের মধ্যে স্মৃতি ভাগ করে নিও। একে অপরকে রক্ষা করো আর মনে রেখো ভালোবাসার বন্ধনের থেকে শক্তিশালী আর কিছু হয় না।’
এই বিশেষ উক্তি শেয়ার করার পাশাপাশি অভিনেত্রী বলেন, ‘আজ থেকে আমার যাত্রার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। খুব শীঘ্রই শুরু হবে কেমো। বিশ্বাস করুন আমি জীবনকে ভীষণ ভালোবাসি। আমাকে বাঁচতেই হবে। অভিনেত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই পেটের সিটি স্ক্যান করা হয়েছে। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে চিকিৎসা।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, পেরিটোনিয়াল ক্যানসার খুবই বিরল ধরনের অসুখ। পেটের ভেতরের একটি পাতলা ঝিল্লিতে সৃষ্ট এই ক্যানসার খুব শীঘ্রই ছড়িয়ে পড়ে পেটের বিভিন্ন অংশে। তাই এই মারণ রোগ রোধ করার জন্য দ্রুত শুরু করতে হয় চিকিৎসা।
উল্লেখ্য, ২০০৭ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইফ ইন মেট্রো’ সিনেমাতেও ঠিক একইভাবে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। আজ কোথাও যেন রিল এবং রিয়েল লাইফ মিলে মিশে একাকার হয়ে গেল। তবে বাস্তব জীবনে অভিনেত্রী সুস্থ হয়ে উঠুক সেই কামনাই করছেন সকলে।