বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া। এআইএমআইএম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এই ম্যাচ নিয়ে শুরু থেকেই খাপ্পা ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরেও তিনি সুর আরও চড়ালেন।
পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠে দেশজুড়ে। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে রাজনৈতিক নেতা, এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে ভারতকে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি তোলেন। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিং-রা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সে সব উপেক্ষা করেই রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে ভারতীয় দল। শুরু তাই নয়, এশিয়া কাপে পাকিস্তানকে এক প্রকার দুরমুশ করে দেন সূর্যকুমার যাদবরা। তারপরেও সুর চড়িয়ে এআইএমআইএম সুপ্রিমো বলেন, 'ভারতকে সর্বত্র জিততে হবে, সেটা ক্রিকেট ম্যাচ হোক বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। কিন্তু জয়ের মানদণ্ড এটা হতে পারে না যে আপনি তাদের সঙ্গে খেলবেন, যারা আমাদের কন্যাদের বিধবা এবং সন্তানদের অনাথ করে দিয়েছে। এটি কোনও জয় হতে পারে না।' এরপরেই আসাদউদ্দিন ওয়েইসি পহেলগাঁও হামলা তুলে ধরে সরকারকে প্রশ্ন করেন, ২৬ জন ভারতীয় নাগরিকের জীবন কি বেশি মূল্যবান, নাকি ক্রিকেট ম্যাচ থেকে অর্জিত কোটি কোটি টাকা?
আরও পড়ুন-BMW-র চালক মদ্যপ ছিলেন না! অর্থমন্ত্রকের উপসচিবের মৃত্যুতে চাঞ্চল্যকর রিপোর্ট
এর আগে শনিবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এআইএমআইএম নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে হতে পারে না।' এরপরেই হায়দরাবাদের সাংসদ বলেন, 'এই একটা ম্যাচ থেকে বিসিসিআই কত টাকা পাচ্ছে? ২ হাজার কোটি, ৩ হাজার কোটি? সেটা কি ২৬টা প্রাণের চেয়েও মূল্যবান? বিজেপিকে এর জবাব দিতেই হবে।' তিনি আরও বলেন, বিজেপি সবসময় 'দেশভক্তি' নিয়ে কথা বলে, কিন্তু যখন ক্রিকেটের কথা আসে, তখন তারা ধাক্কা খায়।তাঁর কথায়, 'আমরা পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি আগামী দিনেও থাকব।'
আরও পড়ুন-BMW-র চালক মদ্যপ ছিলেন না! অর্থমন্ত্রকের উপসচিবের মৃত্যুতে চাঞ্চল্যকর রিপোর্ট
উল্লেখ্য, বাইশ গজে পাকিস্তানকে ধুলিস্যাৎ করেছে ভারত। দুই দলের মধ্যে পার্থক্য ছিল আকাশ-পাতাল। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল ভারত। এককথায়, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের রিয়ালিটি চেক। ফেভারিট হিসেবেই নেমেছিল সূর্যকুমার যাদবের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট কীভাবে খেলে, সেটা দেখিয়ে দিয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মারা।