বিধ্বংসী দাবানলের কবলে ইজরায়েল। দাবানলের আগুনে দাউদাউ করে জ্বলছে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত যাওয়ার প্রধান রাস্তা ১ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিস্থিতি এতটাই খারাপ যে, আগুন নেভাতে তিনি আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন।
আরও পড়ুন-স্ত্রী-পুত্রকে গুলি করে খুন! মার্কিন মুলুকে আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ
ইজরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের জেরে কয়েক হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজে দমকল বাহিনীকে সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। জানা গেছে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত যাওয়ার প্রধান রাস্তা ১ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়া ঢেকেছে কালো ঘন ধোঁয়ায়। বহু মানুষকে তাদের গাড়ি ফেলে আগুন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে দেখা গেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইজরায়েল জানিয়েছে, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। দমকলের ১৫৫টি দল নামিয়েও আগুন আয়ত্তে আনা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয়েছে ১৫টি হেলিকপ্টারও। বহু লোকালয় ফাঁকা করে দেওয়া হয়েছে। বহুদূর থেকে দাবানলের শিখা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই শ্বাসকষ্টের ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দাবানলের কারণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান রাস্তা ১ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।জেরুজালেম ও তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-স্ত্রী-পুত্রকে গুলি করে খুন! মার্কিন মুলুকে আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেন, দাবানল যে কোনও সময় জেরুজালেম শহরে ছড়িয়ে পড়তে পারে। তাঁর কথায়, ‘পশ্চিমী বাতাস সহজেই জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন ঠেলে দিতে পারে।আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং বর্তমান অগ্নিকাণ্ডের অনেক বাইরে ফায়ারব্রেক তৈরি করতে হবে...আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। এই মুহূর্তে অগ্রাধিকার হল জেরুজালেমকে রক্ষা করা।’