বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকার বাজি ধরে পাঁচ বোতল মদ্যপান করে মৃত্যু হয়েছে কর্ণাটকের এক যুবকের।ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নাঙ্গালি এলাকায়। মৃত যুবকের নাম কার্তিক (২১)। (আরও পড়ুন: নমাজ আদায় করতে মাঝ রাস্তায় বাস দাঁড় করালেন সরকারি বাসের ড্রাইভার, দেখুন ভিডিয়ো)
জানা গিয়েছে, বন্ধু বেঙ্কট রেড্ডি, সুব্রামণি-সহ ছয় বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন কার্তিক। বন্ধুদের সঙ্গে আড্ডায় কার্তিক জানান, তিনি জল ছাড়া পাঁচ বোতল মদ খেয়ে নিতে পারেন। প্রথমে তাঁর কথায় অবাক হন বন্ধু ভেঙ্কাটা, শুভ্রমানিরা। নিজেকে প্রমাণ করার জন্য বন্ধুদের সঙ্গে টাকার বাজি ধরেন কার্তিক। কার্তিক বন্ধুদের জানান, তিনি পর পর পাঁচ বোতল মদ্যপান করতে পারবেন। এরপরেই কার্তিকের বন্ধু বেঙ্কট কার্তিককে জানান, তিনি যদি ওই পাঁচ বোতল মদ একবারে শেষ করতে পারেন, তা হলে ১০ হাজার টাকা দেবেন। কার্তিকও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। (আরও পড়ুন: যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সঙ্গে আছি, আরও এক শত্রু বাড়ল ভারতের)
পুলিশ সূত্রে খবর, পর পর পাঁচ বোতল মদ্যপান করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কার্তিক। তড়িঘড়ি তাঁকে কোলার জেলার মুলবাগাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন কার্তিকের মৃত্যু হয়। এই ঘটনার পরই কার্তিকের ছয় বন্ধুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাঁর পরিবার। তদন্তে নেমে পুলিশ কার্তিকের দুই বন্ধু বেঙ্কট এবং সুব্রামণিকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃত কার্তিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, মাত্র ১ বছর আগেই বিয়ে করেছিলেন কার্তিক। মাত্র আট দিন আগেই তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন।কার্তিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২.৬ মিলিয়ন মানুষ মদ্যপানের কারণে মারা যায়।