
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএল নিলামে মোটে ৩০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল উর্ভিল প্যাটেলের। তবে গুজরাটের ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারকে দলে নেয়নি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি। জেড্ডায় আইপিএল ২০২৫-এর মেগা নিলাম শেষ হওয়ার ঠিক একদিন পরেই উর্ভিল এমন এক কীর্তি গড়েন, যা চমকে দেয় ভারতীয় ক্রিকেটমহলকে।
ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল। মাত্র ১ বলের জন্য টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া হয় তাঁর। টি-২০ ক্রিকেটে সব থেকে কম ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। তবে শুধু ভারতের নয়, বরং টেস্ট খেলিয়ে সব দেশের ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বলে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করার নজির গড়েন উর্ভিল।
টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় উর্ভিল পিছনে ফেলে দেন ক্রিস গেইলকে (৩০ বলে)। তিনি সেই সময় ঋষভ পন্তকে (৩২ বলে) টপকে সব থেকে কম বলে টি-২০ সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারে পরিণত হন। কিছুদিন পরে অভিষেক শর্মাও মুস্তাক আলিতে ২৮ বলে শতরান করেন এবং উর্ভিলের সঙ্গে একাসনে বসে পড়েন।
আরও পড়ুন:- ধোনিকে নিয়ে জোর জল্পনা, তবে এটিই শেষ IPL হতে পারে CSK-র আরও তিন তারকার
এমন দুর্দান্ত নজির গড়ার পরেও আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি পরিবর্ত ক্রিকেটার হিসেবেও উর্ভিলকে দলে নেওয়ার কথা ভাবেনি। অবশেষে খারাপ সময়ে চেন্নাই সুপার কিংসের মনে পড়ল উর্ভিলের কথা। ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারকে চেন্নাই আইপিএল মরশুমের মাঝেই ট্রায়ালে ডেকেছে বলে খবর।
আরও পড়ুন:- IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ?
ইএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ওয়াসিম জাফর ইঙ্গিত দেন উর্ভিলের চেন্নাইয়ের ট্রায়ালে যাওয়ার কথা। জাফর বলেন, ‘আমি শুনলাম সিএসকে মুস্তাক আলিতে গোটা দু’য়েক সেঞ্চুরি করা উর্ভিল প্যাটেলকে ডেকেছে। ওকে কেউ দলে না নেওয়ায় আমি অবাক হয়েছিলাম। এমনকি আয়ুষ মাত্রেও ওর থেকে আগে ডাক পায়। ওকে ট্রায়ালে ডাকা হয়েছে। তাই জানি না ওখানে কী চলছে।'
উল্লেখযোগ্য বিষয় হল, মুস্তাক আলিতে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরানের এক ম্যাচ পরেই উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে সেঞ্চুরি করেন উর্ভিল। এখন প্রশ্ন হল, চেন্নাই কার বদলে দলে নিতে পারে উর্ভিলকে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের পরবর্তী উইকেটকিপার-ব্যাটার হিসেবে প্যাটেলকে পরিণত করে তুলতে চাইছেন কিনা, সেই প্রশ্নও দানা বাঁধতে শুরু করেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports