ICC মহিলা টি২০ বিশ্বকাপ ২০২৬-র ভেনু চূড়ান্ত করে ফেলল আইসিসি। ইংল্যান্ডে আগামী বছরে আসর বসতে চলেছে এই প্রতিযোগিতার, আর সেই মেগা ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। জানা যাচ্ছে আগামী বছরের জুলাইয়ের পাঁচ তারিখে এই আইসিসির ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
মহিলা T20 বিশ্বকাপের ফাইনাল লর্ডসে
এদিন লর্ডসে এক জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। জানানো হয়, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলে, ওল্ড ট্রাফোর্ড, দ্য ওভাল, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডেও আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১২ জুন থেকে শুরু হওয়া এই ইভেন্ট চলবে ২৪ দিন ধরে। মহিলাদের বিশ ওভারের বিশ্বকাপে মোট ৩৩টা ম্যাচ আয়োজিত হবে ইংল্যান্ডে।
প্রতিযোগিতায় খেলবে ১২ দেশ
প্রতিযোগিতার শুরুর সাড়ে তিন মাস আগেই মহিলাদের ২০ ওভারের বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশ করা হবে। আগামী বছরের মহিলা টি২০ বিশ্বকাপে মোট ১২টা দল খেলবে, এটাই সব থেকে বেশি দল নিয়ে হওয়া বিশ্বকাপের আসর হতে চলেছে। ইতিমধ্যেই আয়োজক দেশ ইংল্যান্ডের পাশাপাশি আরও সাতটি দেশ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আগামী বছরের শুরুতে কোয়ালিফায়ার ইভেন্ট থেকে বাকি চারটি দল মহিলা টি২০ বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করবে। ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে ৬টি করে দল থাকবে। গ্রুপ স্টেজের পর নকআউট রাউন্ড হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।
আইসিসি চেয়ারম্যানের বার্তা
আইসিসির চেয়ারম্যান জয় শাহ জানান, ‘ভেনু ঘোষণার মধ্যে দিয়েই আমরা এক তাৎপর্যপূর্ণ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমরা আসন্ন আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০২৬-এ বিশ্বের সেরা ক্রিকেটারদের প্রতিদ্বন্দিতা করতে দেখতে চলেছি। নিজের দক্ষতা এবং স্পোর্টসম্যানশিপের প্রমাণ রাখবেন তাঁরা। ইংল্যান্ডে বরাবরই সব দল ভালো সমর্থন পেয়ে থাকে। ২০১৭ মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রচুর দর্শকের সমাগম মহিলা ক্রিকেটের জন্য এক অভূতপূর্ণ মূহূর্ত ছিল। তাই ফাইনালের ভেনু হিসেবে আমি এর থেকে ভালো জায়গা আর পাইনি। এই মহিলা টি২০ বিশ্বকাপ আগামী দিনে অলিম্পিক্সের দিকেও অগ্রণি ভূমিকা নেবে ’।
২০২৬-এ দশম সংস্করণ
২০০৯ সাল থএকে আইসিসির মহিলা টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর এটি দশম সংস্করণ হতে চলেছে। ২০২৪ সালে বাংলাদেশে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ফাইনালে দঃ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার মহিলা টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড।
ভারতে খেলা হবে রায়পুর-মুল্লানপুরেও
এদিকে সমালোচকরা একটা কথাও মনে করাচ্ছে। চলতি বছরে ভারতের মাটিতে ওডিআই মহিলা বিশ্বকাপ হওয়ার কথা। আইসিসির চেয়ারম্যান জয় শাহের দেশে কিন্তু সেরা সেরা মাঠে মোটেই মহিলা বিশ্বকাপের ম্যাচ হচ্ছে না। রায়পুর এবং মুল্লানপুরের মাঠেও এবারের মহিলা বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় রয়েছে আরও তিন স্টেডিয়াম গ্রিনফিল্ড স্টেডিয়াম, হোলকার স্টেডিয়াম এবং ভাইজাগের মাঠ। সেদিক থেকে দেখলে ইংল্যান্ডে কিন্তু সেরা মাঠগুলোতেই মহিলা ক্রিকেটের ভেনু হিসেবে দিল সেদেশের বোর্ড। ভারতের ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন্স, চিপক, চিন্নাস্বামী, কোটলা বা ধর্মশালাতেও কিন্তু মহিলা বিশ্বকাপের খেলা দেওয়া গেলে এই প্রতিযোগিতার জৌলুশ আরও বাড়তে পারত।