আইপিএল ২০২৫-এর মাঝে মুম্বই ইন্ডিয়ান্স একটি বড় খেয়েছে। আসলে, দলের তরুণ বাঁহাতি স্পিনার বিগনেশ পুথুর পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।চোটের কারণে তিনি এই মরশুমের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। মার্চ মাসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাঁর আইপিএল অভিষেক হয়। পুথুর তাঁর প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা পুথুর ৩টি বড় উইকেট তুলে নিয়েছিলেন। এমএস ধোনিও তাঁর বোলিং দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। ম্যাচের পর, ধোনি তাঁর কাছে গিয়ে প্রশংসাও করেছিলেন। পুথুরের বদলি হিসেবে এমআই ইতিমধ্যে লেগ-স্পিনার রঘু শর্মাকে চুক্তিবদ্ধ করেছে।
এমআই-এ থেকেই রিকভারি ও রিহ্যাব চলবে পুথুরের
বিগনেশ পুথুরের চোট নিয়ে এমআই একটি বিবৃতি জারি করেছে। সেটা অনুসারে, দুই পায়ের শিন বোনে স্ট্রেস রিয়্যাকশনের কারণে আইপিএলের বাকি ম্যাচ আর খেলতে পারবেন না পুথুর। অতএব তাঁকে পুরো মরশুমের জন্যই বাদ পড়তে হয়েছে। এই কঠিন সময়ে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি তরুণ স্পিনারের পাশে দাঁড়িয়েছে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেও, তিনি মুম্বই দলের সঙ্গেই যুক্ত থাকবেন। এখন বিগনেশ মুম্বই ইন্ডিয়ান্সের মেডিকেল এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং টিমের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা এবং রিহ্যাব করবেন। ২০২৫ সালের আইপিএলে তিনি ৫টি ম্যাচ খেলেছেন, ১৮.১৭ গড়ে ৬টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৯। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেডিকেল এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং টিমের তত্ত্বাবধানে থেকে রিকভারি ও রিহ্যাবে ফোকাস করবন বিগনেশ পুথুর।’
দলে যোগ দিলেন রঘু শর্মা
আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলির জন্য চোট পেয়ে ছিটকে যাওয়া বিগনেশ পুথুরের বদলি হিসেবে লেগ-স্পিনার রঘু শর্মাকে চুক্তিবদ্ধ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। জলন্ধরের ৩২ বছর বয়সী ডানহাতি লেগ স্পিনার রঘু পঞ্জাব এবং পুদুচেরির হয়ে খেলেছেন। বর্তমানে, তিনি ঘরোয়া ক্রিকেটে পুদুচেরির হয়ে প্রতিনিধিত্ব করেন। রঘু শর্মা প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৯.৫৯ গড়ে ৫৭টি উইকেট নিয়েছেন। তিনি ৯টি লিস্ট এ ম্যাচে ১৪টি উইকেট এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন। রঘু প্রথম বারের মতো আইপিএল খেলতে চলেছেন। আরএপিপি (নিবন্ধিত উপলব্ধ খেলোয়াড় পুল) তালিকায় তাঁর দাম ৩০ লক্ষ টাকা ছিল। মুম্বই ইন্ডিয়ান্স বেসপ্রাইসেই তাঁকে দলে নিয়েছে।
প্লে-অফের অন্যতম দাবীদার এখন মুম্বইও
গত মরশুমে খুব খারাপ পারফরম্যান্স করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ আইপিএলের পয়েন্ট টেবলে লাস্টবয় হয়ে শেষ করেছিল। এবারও আইপিএলের শুরুটা মোটেই ভালো হয়নি হার্দিক পান্ডিয়াদের। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা হেরেছিলো চারটিতেই। কিন্তু এর পরেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটিতেই। এই মুহূর্তে ১০ ম্যাচে ১২ পয়েন্ট এবং +০.৮৮৯ নেট রান-রেট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই। তারাও প্লে-অফে পৌঁছানোর বড় দাবীদার হয়ে উঠেছে।