রাজস্থানের আজমেরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোর-সহ সহ ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। জখমদের মধ্যে একজন মহিলা দমকলকর্মীও রয়েছেন, যিনি আগুন নেভানোর সময় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন-বন্ধুদের সঙ্গে ১০০০০ বাজি! পাঁচ বোতল মদ্যপান করে মৃত্যু কর্ণাটকের যুবকের
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ আজমিরের ১৬ নম্বর ওয়ার্ডের জনাকীর্ণ দিগ্নি বাজারে অবস্থিত ওই হোটেলটিতে হঠাৎ আগুন লাগে।আগুন প্রথমে এক তলায় লেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের পাঁচ তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। স্থানীয়দের সহযোগিতায় বহু মানুষ হোটেল থেকে নীচে নামেন। কিন্তু ধোঁয়ার মধ্যে অনেকেই আটকে পড়েন ভিতরে। তিন চারতলা থেকে অনেকেই লাফ দেন। স্থানীয় কাউন্সিলর ভারতী শ্রীবাস্তব জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটেই আগুন গোটা হোটেলটিকে গ্রাস করে। পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর নিজেদের বাঁচাতে এক শিশু-সহ দুজন ব্যক্তি লাফিয়ে পড়েন এবং তাঁরা গুরুতর আহত হন। এছাড়া আরও চারজন হোটেলে জীবন্ত দগ্ধ হয়েছেন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একজন মহিলা কর্মী দগ্ধ হন।
বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।অন্যদিকে, ইতিমধ্যে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মোট নয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। চারজন মারা গেছেন এবং আরও পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে এবং বাকিদের ৫০ থেকে ৬০ শতাংশ দগ্ধ।তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দমকলকর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া ব্যক্তিদের জানালা ভেঙে উদ্ধার করেছে। তবে আগুন লাগার কারণ হিসেবে স্থানীয় কাউন্সিলার বলেছেন, দীর্ঘদিন ধরে সংকীর্ণ বাজার এলাকায় ঘনবসতিপূর্ণ হোটেলগুলি পরিচালিত হচ্ছে। এর ফলে আগুন লাগতে পারে। কর্তৃপক্ষের উচিত নয় যে, এত সংকীর্ণ জায়গায় তাদের নির্মাণ ও পরিচালনার অনুমতি দেওয়া। এখানকার রাস্তাগুলিও খুব সংকীর্ণ, যার ফলে কোনও আগুন লাগার ঘটনা ঘটলে উদ্ধারকারী দলগুলির পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অসম্ভব হয়ে পড়ে।
আরও পড়ুন-বন্ধুদের সঙ্গে ১০০০০ বাজি! পাঁচ বোতল মদ্যপান করে মৃত্যু কর্ণাটকের যুবকের
বাঙালি লিভ-ইন পার্টনারকে মাথা কেটে খুন, খালে দেহ! ৬ মাস পর গ্রেফতার প্রেমিক
কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এসি থেকে এই আগুনের ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।