দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আঞ্চলিক সরকারগুলি কৌশলে ভেঙে দেওয়া এবং সেই রাজ্যটি দখল করাই বিজেপির লক্ষ্য। এই অভিযোগ তুলছেন তামাম বিরোধী রাজ্যগুলি। মহারাষ্ট্র, কর্ণাটক বিজেপির হাতে এসেছে। বিহার এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে। আস্থাভোটের আগে সেখানে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা শুরু করেছে। আর বাংলা দখলের চেষ্টাও অব্যাহত রয়েছে বিজেপির বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই নয়া উদ্যোগ নিল বঙ্গ–বিজেপি। দুর্গাপুজোর ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা ‘মোদী@২০’ শীর্ষক বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করা হবে এই রাজ্যে। সেখানে নরেন্দ্র মোদীর নানা গুণাবলি তুলে ধরা হবে। আর তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।
বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? আগামী অক্টোবর মাসে দুর্গাপুজোর পর বাংলায় বইপ্রকাশ অনুষ্ঠান হবে। এই বইটির নাম ‘মোদী@২০’। সেই অনুষ্ঠানে থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বইটিকে সামনে রেখে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। রাজ্যেও বাংলায় এই বইটি প্রকাশ করে তা জনগণের হাতে তুলে দেওয়া হবে। তাহলে বিজেপির প্রতি বাংলার মানুষ আকর্ষিত হবে। আর সেটা ভোটবাক্সে সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা।
কী আছে এই বইটিতে? প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বইটির প্রস্তাবনা লিখেছেন প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এছাড়া সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কথা লিখেছেন অমিত শাহ, এস জয়শংকর, অজিত ডোভাল, পি ভি সিন্ধু, নন্দন নিলেকানি, শিল্পপতি উদয় কোটাক–সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। সেটাই বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হবে। ভারতের উন্নতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরা হয়েছে বইটিতে। নিজের শাসনকালে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী দেশের জন্য কী কী করেছেন তা লেখা আছে বইটিতে।