নতুন শিক্ষাবর্ষের ৮ মাস পেরিয়ে যাওয়ার পরেও অনেক স্কুলের পড়ুয়াদের কাছে এখনও ইউনিফর্মের এক সেট পৌঁছয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করল নবান্ন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের দুই সেট ইউনিফর্ম দেওয়ার সময়সীমা বেঁধে দিল নবান্ন। গত বৃহস্পতিবার সহকারী জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছেন গ্রামোন্নয়ন দফতরের সচিব পি উল্গানাথন। এছাড়াও, নির্দিষ্ট সময় পেরিয়ে দেওয়ার পাশাপাশি আরও নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে ঢিলেমি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এর পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি, রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল। বেশ কিছু জায়গাতে পঞ্চায়েতের বিরুদ্ধে কড়া রিপোর্ট দিতে চলেছে এই কেন্দ্রীয় দল। তার ওপর আগামী বছর পঞ্চায়েত ভোট রয়েছে। সেই কারণে দ্রুত কাজ সম্পন্ন করতে চাইছে নবান্ন। সূত্রের খবর, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কালিম্পং জেলায় স্কুলে এখনও পড়ুয়াদের পোশাকের এক সেট পৌঁছয়নি।