নারীশিক্ষায় রাজ্য সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’ আগেই বিশ্ব মঞ্চে সম্মানিত হয়েছে। আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া মানুষকে পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প পেয়েছে রাষ্ট্রপতি পুরষ্কার। সে কথাও তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জি–২০ সম্মেলনে সভাপতিত্বের দায়িত্বে এবার ভারত। আর কলকাতায় হবে দুটি বৈঠক। আজ, সোমবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তারই একটির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানের উদ্বোধনী ভাষণে ‘বসুধৈব কুটুম্বকম’–এর বার্তাই দেন বাংলার মুখ্যমন্ত্রী। এখানে সঠিক তারিখে বহু রাষ্ট্রনেতা উপস্থিত থাকবেন।
ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? এদিন উন্নয়ন, একতা এবং কর্মসংস্থান নিয়ে নানা কথা বলেছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আপনাদের দেশ, আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনারা যখন এখানে এসেছেন তখন এই বাংলা আপনারও। এত বড় একটা সম্মেলনের আয়োজন করতে পেরে এবং এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি ধন্য।’