ভাদু শেখ। তৃণমূল নেতা তথা উপপ্রধান। সম্প্রতি বোম মেরে খুন করা হয়েছে তাঁকে। তারপরই আগুনে পুড়িয়ে মারা হয় অন্তত ৮জনকে। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে শিউরে উঠেছে গোটা বাংলা। এর সঙ্গেই ভাদুর প্রতিপত্তির কথাও প্রকাশ্যে আসছে ক্রমশ। কার্যত আঙুল ফুলে কলাগাছ হয়েছিলেন ভাদু। এককথায় বেতাজ বাদশা। আর সেই বেতাজ বাদশার মনে কি মৃত্যুভয় চেপে বসেছিল? তিনি কি খুন হয়ে যাওয়ার আশঙ্কা করতেন?ভাদুর পরিবারের দাবি, দাদা বাবরকে বছর খানেক আগে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এরপর থেকেই কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেন ভাদু। পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করেছিলেন তিনি। তবে ইদানিং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন ভাদু শেখ। তবে ভাদুর প্রাসাদোপম বাড়ি থেকে আরও বড় তথ্য উঠে আসছে। স্থানীয় সূত্রে খবর সচরাচর বাড়ির তিনতলার ঘরে থাকতেন ভাদু শেখ। সেই ঘরে শুতেনও ভাদু। আর দেখা যাচ্ছে সেই ঘরে কোনও জানালা নেই। দোতলার একটি ঘরও ব্যবহার করতেন ভাদু। সেই ঘরে আগে জানালা ছিল। পরবর্তী সময়ে সেটিও বুজিয়ে দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়। তবে কার্নিশটা এখনও রয়েছে। মূলত প্রাণের ভয়ে, জানালা দিয়ে কেউ গুলি বোমা ছুঁড়তে পারে এই আশঙ্কাতেই কি জানালা রাখতেন না ঘরে? প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে এতসব কিছুর পরেও শেষ রক্ষা হল না ভাদু শেখের।