ভারতের অন্যতম ধনকুবের শিল্পপতি গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিভা শাহ। আমেদাবাদে আদানিদের টাউনশিপ শান্তিগ্রামে এই বিয়ের আয়োজন ছিল। জানা গিয়েছে, এই সমারোহ আদানি ও শাহ পরিবার একান্ত ব্যক্তিগত রেখেছিল। বিয়ের আসরে ৩০০ অতিথি আমন্ত্রিত ছিলেন বলে খবর।