‘কারুন নায়ারকে বদলানো উচিত!’ শুভমন গিল, গৌতম গম্ভীরকে চতুর্থ টেস্টের আগে বড় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীপ দাশগুপ্ত মনে করছেন, চলতি ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে ভারতের উচিত কারুন নায়ারের বদলে সাই সুদর্শনকে দলে রাখা। কারণ হিসেবে তিনি বলেন, নায়ার তিনটি ম্যাচে মাত্র ১৩১ রান করেছেন এবং সিরিজে দুই দলের শীর্ষ চার ব্যাটারের মধ্যে একমাত্র তিনিই এখনও কোনও হাফ-সেঞ্চুরি করতে পারেননি। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফিরে এলেও তিনি এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি।
অন্যদিকে, সাই সুদর্শন লিডসে তার অভিষেক টেস্টে শূন্য এবং ৩০ রান করেন। এরপর তাঁকে বসিয়ে রেখে এজবাস্টন ও লর্ডসে দলে আনা হয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।
দীপ দাশগুপ্ত জিও হটস্টারে বলেন, ‘প্লেয়িং ইলেভেনে আপনি একটির বেশি পরিবর্তন চান না। যদি একটি পরিবর্তন করতে হয়, তাহলে সেটা হবে কারুন নাইরের জায়গায় সাই সুদর্শনকে আনা। কারণ, নায়ার রান পাচ্ছেন না। শুরুটা করলেও বড় স্কোরে রূপান্তর করতে পারছেন না। এবং আমার মনে হয়, ও ক্রিজেও খুব একটা স্বচ্ছন্দ দেখাচ্ছে না।’
এরপরে তিি বলেন, ‘আর দ্বিতীয়ত, সাই সুদর্শন একজন তরুণ খেলোয়াড়। যদি আপনি এই ইংল্যান্ড সিরিজকে ভবিষ্যতের জন্য বিনিয়োগের সুযোগ হিসেবে ভাবেন, তাহলে একজন তরুণ খেলোয়াড়ের দিকেই যাওয়া উচিত। নায়ার দুটি টেস্টে শুরু পেলেও খুব একটা আশ্বস্ত করতে পারেননি।’
শেষে দীপ বলেন, ‘তাই যদি ভবিষ্যতের কথা ভাবেন, তাহলে এখনই সাই সুদর্শনের মতো কাউকে বিনিয়োগ করা উচিত। কারণ এই সিরিজের পর আবার কবে ইংল্যান্ড সফরে আসবেন, বলা মুশকিল। এখনও দুটো টেস্ট বাকি, এখনই সাই সুদর্শনকে খেলানো উচিত।’
বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। শুভমন গিলের নেতৃত্বাধীন দলটি ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াতে চায়। পঞ্চম ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে, ৩১ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত।