‘কে কবে অবসর নেবে, সেটা কোচ-নির্বাচক বলতে পারে না, একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হয়’! বিরাট-রোহিতদের অবসরে অকপট গম্ভীর
Updated: 23 May 2025, 02:29 PM ISTবিরাট রোহিতের টেস্ট অবসরের প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘... more
বিরাট রোহিতের টেস্ট অবসরের প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমার মনে হয় খেলতে শুরু করলে, থামতেও হয়। তবে এটা অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে কারোই হস্তক্ষেপ করার জাগয়া নেই। সেটা কোচ হোক বা নির্বাচক। দেশের কারোর অধিকার নেই কাউকে বলার যে কখন সে অবসর নেবে। তাই এই সিদ্ধান্তটা প্রত্যেক ক্রিকেটারেরই ব্যক্তিগত ’।
পরবর্তী ফটো গ্যালারি