বিতর্ক সঙ্গে নিয়েই ২০২৪-২৫ মরশুমের আইলিগ চ্যাম্পিয়ন হয় চার্চিল ব্রাদার্স। আাপতত তাঁদের ট্রফি দেওয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেয়। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেই নির্দেশ দেরিতে জেনেছে, এমন যুক্তি দিয়ে চার্চিলের হাতে ট্রফি তুলে দেয়।
চার্চিলের এটি তৃতীয় আইলিগ ট্রফি। তারা প্রথমবার আইলিগ চ্যাম্পিয়ন হয় ২০০৮-০৯ মরশুমে। ২০১২-১৩ মরশুমে দ্বিতীয়বার আইলিগের ট্রফি ঘরে তোলে চার্চিল। অবশেষে দীর্ঘ ১২ বছর পরে তৃতীয়বার আইলিগ ট্রফি ঢোকে চার্চিলের ঘরে। যদিও শেষমেশ ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখযোগ্য বিষয় হল, এবছর চার্চিলের আইলিগ ট্রফি পাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্ত হয় ইন্টার কাশী, যারা ২০২৩-২৪ মরশুমে প্রথমবার আইলিগ খেলে। তারা সেই মরশুমে চতুর্থ স্থানে থাকে। ২০২৪-২৫ মরশুমে দ্বিতীয়বার আইলিগে নামে ইন্টারকাশী এবং দ্বিতীয় প্রচেষ্টাতেই তারা রানার্স হয়। যদিও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যদি প্রমাণ হয়ে যায় যে, তাদের ৩ পয়েন্ট থেকে বঞ্চিত করা হয়েছে, সেক্ষেত্রে ইন্টার কাশী এবার চার্চিলকে টপকে চ্যাম্পিয়ন হয়ে যেতেও পারে।
আপাতত ইন্টার কাশীর লড়াই সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে, চার্চিল ব্রাদার্সের সঙ্গে নয়। তবে তৃতীয়বার ট্রফি হাতে তোলার পরেই নবাগত দল ইন্টার কাশীকে চূড়ান্ত কটাক্ষ করল চার্চিল। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে ইন্টার কাশীকে ছোট করার চেষ্টা করে চার্চিল ব্রাদার্স। তারা সরাসরি নাম না নিলেও বুঝিয়ে দেয় যে, কাদের টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছোঁড়া হয়েছে।
ফেসবুকে চার্চিল লেখে, ‘নতুন নতুন খেলতে নামলে জয় নিয়ে উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক। তবে চার্চিল ব্রাদার্সে আমাদের ডিএনএতে রয়েছে ট্রফি জয়। আমরা তিনবার আইলিগ ট্রফি জিতেছি। কিছু দলের অস্তিত্ব যত বছর, তার থেকে আমাদের আইলিগের ট্রফির সংখ্যা বেশি।’
ইন্টার কাশী ২ বছর হল ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ করেছে। তারাই এবার চ্যালেঞ্জ জানিয়েছে চার্চিলের আইলিগ ট্রফি জয়কে। সুতরাং, ইন্টার কাশীকে কটাক্ষ করেই যে চার্চিলের এই ফেসবুক পোস্ট, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
সুতরাং, সব দিক দেখে শুনে এটা বলা মোটেও ভুল হবে না যে, আইলিগ নিয়ে নাটক রীতিমতো জমে উঠেছে। এখন দেখার যে, ইন্টার কাশীর তরফে এই ফেসবুক পোস্টের পালটা দেওয়া হয় কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।