আইলিগ নিয়ে নাটক জারি। ২০২৪-২৫ মরশুমের চ্যাম্পিয়ন কারা, তা নির্ধারণ করা নিয়ে জমজমাট যাত্রাপালা চলছে। টুর্নামেন্ট শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। তা সত্ত্বেও ভারতীয় ফুটবলপ্রেমীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারবেন না যে, এবছর আইলিগ জিতেছে কোন দল।
যদিও সর্বভারতীয় ফুটবল সংস্থা চার্চিল ব্রাদার্সকে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। তবে নিজেরা চ্যাম্পিয়ন দাবি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্ত হয় ইন্টার কাশী। রবিবার সেই মামলার শুনানিতেই আপাতত আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণার উপর স্থগিতাদেশ ঝুলিয়ে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত ক্যাস। অর্থাৎ, চার্চিলকে এখনই আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে পারবে না সর্বভারতীয় ফুটবল সংস্থা।
কী কারণে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে জটিলতা
আইলিগের ২২টি ম্যাচের শেষে চার্চিল ব্রাদার্সের সংগ্রহে থাকে ৪০ পয়েন্ট। ২২ ম্যাচে ইন্টার কাশীর সংগ্রহে থাকে ৩৯ পয়েন্ট। সুতরাং, নিয়ম মতো চার্চিলের চ্যাম্পিয়ন হওয়ার কথা। তবে ইন্টার কাশী একটি হেরে যাওয়া ম্যাচ থেকে পুরো পয়েন্ট দাবি করে এআইএফএফের দ্বারস্ত হয়েছিল।
আরও পড়ুন:- স্ট্রেট ড্রাইভ এত স্ট্রেট! সাত ওভারে ব্যাটার নিজেই দু'বার ছিকটে দিলেন স্টাম্প- ভিডিয়ো
আসলে নামধারী এফসির বিরুদ্ধে যে ম্যাচটি ইন্টার কাশী হেরে যায়, সেই ম্যাচে নামধারী অবৈধভাবে একজন ফুটবলারকে মাঠে নামায় বলে অভিযোগ তোলে ইন্টার কাশী। যে অভিযোগের ভিত্তিতে প্রথমে নামধারীর থেকে ৩ পয়েন্ট কেটে ইন্টার কাশীকে দেওয়া হয়েছিল।
তবে পরে নামধারী আপিল কমিটির কাছে যায় এবং ইন্টার কাশীর ৩ পয়েন্ট পুনরায় কমিয়ে দেওয়া হয়। ইন্টার কাশী সেই ৩ পয়েন্ট পেলে তাদের সংগ্রহে থাকত ৪২ পয়েন্ট। অর্থাৎ, চার্চিলের তুলনায় ২ পয়েন্টে এগিয়ে থেকে আইলিগ চ্যাম্পিয়ন হতো তারাই।
আরও পড়ুন:- কালবৈশাখীর আগেই ইডেনে প্রিয়াংশ ঝড়, পৌনে ২৭ কোটির শ্রেয়সকে টপকে শীর্ষে অনেক কম দামি আর্য
আপিল কমিটির সিদ্ধান্ত জানার পরেই এআইএফএফ ১ পয়েন্টে এগিয়ে থাকার জন্য চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। তবে ইন্টার কাশী হাল ছাড়তে রাজি ছিল না। তারা বিষয়টি উত্থাপন করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। ইন্টার কাশীর সেই আবেদনের ফলেই আপাতত চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার উপর স্থগিতাদেশ দেয় কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টস বা সংক্ষেপে ক্যাস। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সর্বভারতীয় ফুটবল সংস্থাকে আইলিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে মানা করে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
ইন্টার কাশীর তরফে ক্যাসের এই প্রাথমিক রায়কে স্বাগত জানানো হয়েছে। সেই সঙ্গে এও আশা করা হয়েছে যে, মিয়ম মেনেই যথাযথ বিচার করা হবে এই মামলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।