ভালো শট খেলারও যে সাইড এফেক্ট থাকতে পারে, হাড়ে হাড়ে টের পেলেন ডমিনিক সিবলি। দুর্দান্ত শটে ২টি বাউন্ডারি পাওয়ার কথা ছিল সারের অভিজ্ঞ ওপেনারের। তবে দু'টি ক্ষেত্রেই কোনও রান যোগ হয়নি সিবলির খাতায়।
ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সামারসেটের বিরুদ্ধে মাঠে নামে সারে। এই ম্যাচে সারের হয়ে ওপেন করতে নামেন ডমিনিক সিবলি ও ক্যাপ্টেন ররি বার্নস। ইনিংসের প্রথম ওভারে জোশ ডেভির চতুর্থ বলে দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ মারেন ডমিনিক সিবলি। বল সোজা গিয়ে লাগে নন-স্ট্রাইকার প্রান্তের লেগ স্টাম্পে। মুহূর্তে ছিকটে যায় স্টাম্প। বল স্টাম্পের নাগাল এড়িয়ে গেলে বাউন্ডারি লাইনের বাইরে চলে যেত নিশ্চিত।
কিছুক্ষণের মধ্যে ফের একই ঘটনা দেখা যায়। ৬.৫ ওভারে ফের ডেভির বলে অনবদ্য স্ট্রেট ড্রাইভ মারেন সিবলি। এবার বল সোজা গিয়ে লাগে নন-স্ট্রাইকার প্রান্তের মিডল স্টাম্পে। এবারও ছিটকে যায় স্টাম্প। এক্ষেত্রেও নিশ্চিত চার রান হাতছাড়া করেন সিবলি।
আরও পড়ুন:- কালবৈশাখীর আগেই ইডেনে প্রিয়াংশ ঝড়, পৌনে ২৭ কোটির শ্রেয়সকে টপকে শীর্ষে অনেক কম দামি আর্য
সামারসেটের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে সারে
ম্যাচে সামারসেটের থেকে প্রথম ইনিংসের নিরিখে ইতিমধ্যেই লিড নিয়েছে সারে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। তারা প্রথম ইনিংসে অল-আউট হয় ২৮৩ রানে। ব্যাট করে সাকুল্যে ৯৫.১ ওভার। হাফ-সেঞ্চুরি করেন টম ল্যামনবি ও ক্যাপ্টেন লুইস গ্রেগরি।
টম ৭৬ রান করে আউট হন। ১৭৩ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। গ্রেগরি সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৬২ রানে। ৮৭ বলের দাপুটে ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া আর্চি ভন ৩৬, টম ব্যান্টন ২৬ ও জোশ ডেভি ২৯ রান করেন।
সারের হয়ে প্রথম ইনিংসে ২৪.১ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৬৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন জর্ডন ক্লার্ক। ২টি করে উইকেট নেন ড্যানিয়েল ওরেল ও গাস অ্যাটকিনসন। ১টি উইকেট নেন ড্যান লরেন্স।
পালটা ব্যাট করতে নেমে সারে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩২১ রান সংগ্রহ করে। তারা তখনও পর্যন্ত ৯৬ ওভার ব্যাট করেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে এখনই ৩৮ রানে এগিয়ে রয়েছে সারে।
ডমিনিক সিবলি ১৬০ বলে ৫৩ রান করেন। তিনি ৩টি চার মারেন। ১১২ বলে ৭৬ রান করেন ররি বার্নস। তিনি ১০টি চার মারেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ৫৮ রান করেন জেমি স্মিথ। বেন ফোকস ৪২ ও ড্যান লরেন্স অপরাজিত ৩৫ রান করেছেন। লুইস গ্রেগরি সামারসেটের হয়ে এখনও পর্যন্ত ৩টি উইকেট নিয়েছেন।