বাংলা নিউজ > ময়দান > T20-র এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা হজম করার লজ্জাজনক বিশ্বরেকর্ড কাইসের, মুক্তি পেলেন আফ্রিদিরা
পরবর্তী খবর
T20-র এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা হজম করার লজ্জাজনক বিশ্বরেকর্ড কাইসের, মুক্তি পেলেন আফ্রিদিরা
1 মিনিটে পড়ুন Updated: 12 Mar 2023, 10:24 AM ISTAbhisake Koley
PSL 2023: এতদিন পাকিস্তান সুপার লিগে হতাশাজনক রেকর্ড ছিল শাহিদ আফ্রিদির নামে। যুগ্মভাবে লজ্জাজনক বিশ্বরেকর্ডেরও শরিক ছিলেন তিনি। শেষমেশ শাপমুক্তি ঘটে আফ্রিদির।
৪ ওভারে ৭৭ রান খরচ করেন কাইস। ছবি- এএফপি।
টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে এমন ধারণা গেঁথে গিয়েছে শুরু থেকেই। বাস্তবিকই দর্শকরা টি-২০ ক্রিকেটে গ্যারালি ভরান চার-ছক্কা দেখা আশায়। বিশেষ করে কে কতগুলি ছক্কা মেরেছেন, সংক্ষিপ্ত ফর্ম্যাটে এই নিয়ে বিস্তর চর্চা চলে। সম্ভবত সে কারণেই আইপিএল-পিএসএলের মতো টুর্নামেন্টগুলিতে কতগুলি ছক্কা দেখা গেল, তা হিসাব রাখা হয়। কোনও ব্যাটসম্যান ছয় মারলেই টেলিভিশন স্ক্রিনে ফুটে ওঠে, সেটি টুর্নামেন্টের কততম ছক্কা।
সুতরাং, টি-২০ ক্রিকেটে কোন ব্যাটসম্যান ক'টি ছক্কা মেরেছেন, সে বিষয়ে আগ্রহ থাকে সবার। তবে কোন বোলার ক'টি ছক্কা হজম করেছেন, সে বিষয়ে খোঁজখবর রাখেন খুব কম লোকই। চলতি পাকিস্তান সুপার লিগের ম্যাচে কোয়েট্টা গ্ল্য়াডিয়েটর্সের কাইস আহমেদ তাই এক অতি লজ্জাজনক বিশ্বরেকর্ড গড়লেও, তা অনেকের নজর এড়িয়ে যায়।
আসলে কাইস টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা হজম করার বিশ্বরেকর্ড গড়েন। তিনি একযোগে এই লজ্জাজনক নজির থেকে মুক্তি দেন নমিবিয়ার ব্রেডেল উইসেলস, শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া, ডার্বিশায়ারের ম্য়াটি ম্যাককিয়েরনান ও কোয়েট্টারই শাহিদ আফ্রিদিকে।
শনিবার পিএসএলের ২৮তম লিগ ম্যাচে মারকাটারি ক্রিকেটের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। প্রথমে ব্যাট করে মুলতান সুলতানস ৩ উইকেটে ২৬২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে ২৫৩ রানে পৌঁছে যায়। সুতরাং, ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৫১৫ রান ওঠে।
প্রথম ইনিংসে কোয়েট্টার কাইস আহমেদ ৪ ওভার বল করে ৭৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। তিনি ৪টি চার ও ৯টি ছক্কা খরচ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ ক্রিকেটের এক ইনিংসে আর কোনও বোলার এতগুলি (৯টি) ছক্কা হজম করেননি। এর আগে যুগ্মভাবে এই হতাশাজনক রেকর্ড ছিল উইসেলস, ধনঞ্জয়া, ম্যাটি ও আফ্রিদির নামে।
উইসেলস ২০১৪ সালে নর্থ-ওয়েস্টের বিরুদ্ধে এক ইনিংসে ৮টি ছক্কা হজম করেন। ধনঞ্জয়া ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮টি ছক্কা খরচ করেন। ম্যাটি ২০২২ সালে সামারসেটের বিরুদ্ধে ৮টি ছক্কা উপহার দেন। শাহিদ আফ্রিদি ২০২২ সালে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ৮টি ছক্কা হজম করেন।
সেদিক থেকে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এক ইনিংসে বল করে সব থেকে ছক্কা হজম করার লজ্জা থেকে মুক্তি পেলেন আফ্রিদি। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে আফগান লেগ-স্পিনারের নামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।