পাকিস্তান সুপার লিগে ব্যাটসম্যানদের তাণ্ডব জারি। প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করছেন কেউ না কেউ। স্কোরবোর্ডে ২০০ রান উঠছে অনায়াসে। এমনকি আড়াইশো রান করেও শুরুতে ব্যাট করা দল ম্যাচ হারার অশঙ্কায় ভুগছে পিএসএলে।
পেশোয়ার জালমি তাদের পরপর ২টি ম্যাচে ২৪০ ও ২৪২ রান তুলে পরাজিত হয়েছে। এবার মুলতান সুলতানসের ২৬২ রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছে যায় কোয়েট্টা। শেষমেশ সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন মহম্মদ রিজওয়ানরা।
রাওয়ালপিন্ডিতে লিগের ২৮তম ম্যাচে সম্মুখসমরে নামে মুলতান সুলতানস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুলতান। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এটি সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড।
২৪ বলে হাফ-সেঞ্চুরি করা উসমান খান মাত্র ৩৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এটিই সব থেকে কম বলে সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড। তিনি ভেঙে দেন রিলি রসউয়ের নজির। শুক্রবার পেশোয়ারের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করেন রিলি। ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে যায় তাঁর রেকর্ড।
উসমান খান শেষমেশ ১২টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ১২০ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি করেন অপর ওপেনার মহম্মদ রিজওয়ান। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। এছাড়া রিলি রসউ ৯ বলে ১৫, টিম ডেভিড ২৫ বলে ৪৩ ও কায়রন পোলার্ড ১৪ বলে ২৩ রান করেন। কোয়েট্টার কাইস আহমেদ ৪ ওভারে ৭৭ রান খরচ করে ২টি উইকেট নেন। ৫০ রানে ১টি উইকেট দখল করেন মহম্মদ নওয়াজ।
পালটা ব্যাট করতে নেমে কোয়েট্টা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫৩ রান তোলে। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে মুলতান। ওমর ইউসুফ ৩৬ বলে ৬৭ রান করেন। ইফতিকার আহমেদ ৩১ বলে ৫৩ রান করে আউট হন। মার্টিন গাপ্তিল ৩৭, উমর আকমল ২৮, মহম্মদ নওয়াজ ১৬, কাইস আহমেদ ১৭ ও নবীন উল হক ১৭ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- ফের বিতর্কে ‘বদমেজাজি’ ক্রিকেটার শাকিব আল হাসান, টুপি দিয়ে মারধর করলেন ভক্তকে- ভিডিয়ো
ব্যাটসম্যানদের স্বর্গরাজ্যে ৪৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আব্বাস আফ্রিদি। ধ্বংসাত্মক শতরান করা উসমানকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আব্বাস।
উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও ম্যাচের দুই ইনিংসে ২৫০ বা তারও বেশি রান ওঠে। তাছাড়া ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ওঠে ৫১৫ রান, যা টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।