কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এ বড় অঘটন! বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এর প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্টার কাশীর মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এর রানার্স-আপ বেঙ্গালুরু এফসি-কে পরাজিত করে আই লিগের দল ইন্টার কাশী। টাইব্রেকারে বেঙ্গালুরু এফসি-কে ৫-৩ ব্যবধানে হারায় ইন্টার কাশী। মাতিজা বাবোভিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোল ইন্টার কাশীকে ম্যাচে ফেরায় ও পরে নাটকীয়ভাবে জয় পায় ইন্টার কাশী। নির্ধারিত সময়ের খেলায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পরে টাইব্রেকারে বেঙ্গালুরু ম্যাচটি জিতে যায়।
এদিকে বেঙ্গালুরুকে হারিয়েই চার্চিল ব্রাদার্সকে ঠুকেছে ইন্টার কাশী। ম্যাচ জেতার পরে নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘টুর্নামেন্ট থেকে পালিয়ে যাওয়ার বদলে, আমরা জয় নিয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং কোয়ার্টার-ফাইনালে নিজের জায়গা করে নিয়েছি!’ এখানে সরাসরি চার্চিলকে ঠুকেছে ইন্টার কাশী। আসলে চার্চিল ব্রাদার্স আগেই কলিঙ্গ সুপার কাপ থেকে নিজেদেরনাম তুলে নিয়েছিল। এবার সেই চার্চিলকেই কটাক্ষ করল ইন্টার কাশী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রায়ান উইলিয়ামসের গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়, তবে ম্যাচের শেষদিকে বাবোভিচের গোল খেলাকে টাইব্রেকারের দিকে নিয়ে যায়। বেঙ্গালুরুর হয়ে অ্যালেকজান্ডার জোভানোভিচ অধিনায়কত্ব করেন এবং রাহুল ভেকেকে সরিয়ে ডিফেন্সের কেন্দ্রে খেলেন। ফানাই খেলেন সুরেশ ওয়াংজামের জায়গায় এবং ভিনিত বেঙ্কটেশ মাঠে নামেন জেরার্ড জারাগোজার দলে।
ইন্টার কাশী ভালো শুরু করে, মিডফিল্ডে হাওরেম তোম্বা সিং ও অধিনায়ক নিকোলা স্তোজানোভিচ বেশ কয়েকটি ইন্টারসেপশন করে খেলায় প্রভাব বিস্তার করেন। বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন খেলোয়াড় এডমন্ড লালরিন্দিকা নিজের গতি ব্যবহার করে আক্রমণ গড়ে তোলেন, এবং প্রশান্ত কারুথদাথকুনি পোস্টে শট মেরে গোলের খুব কাছাকাছি পৌঁছান, যা এডমন্ডের পাস থেকেই আসে।
আরও পড়ুন … শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন DC-র কেএল রাহুল
তোম্বা দূর থেকে একটি শট নিয়ে গুরপ্রীত সিং সান্ধুকে বাধ্য করেন সেভ করতে, অপরদিকে ইন্টার কাশি রক্ষণভাগে দৃঢ়তা দেখায়, কারণ বিজয় ভি. ও ডেভিড মুনোজ উইলিয়ামস ও নোগুয়েরার শট ব্লক করেন। ভুটিয়া ডানদিক দিয়ে উইলিয়ামসের পাস পেয়ে সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন, ফলে প্রথমার্ধে কোনও গোল হয়নি।
আরও পড়ুন … ভিডিয়ো: উইকেট নিয়ে নিজের দলের সতীর্থকেই মারলেন! PSL 2025-এ অবাক করা মুহূর্ত
দ্বিতীয়ার্ধের শুরুতেই উইলিয়ামস শুভম ধাসকে দিয়ে সেভ করান এবং পরবর্তীতে গুরপ্রীত প্রশান্তের ডিফ্লেকশন ও স্তোজানোভিচের ফ্রি-কিক ঠেকিয়ে দেন। দু'দলই গোলের খোঁজে মরিয়া ছিল। জারাগোজা ফানাইয়ের জায়গায় জর্জ পেরেইরা ডিয়াজ-কে নামান, এবং এটি কার্যকর হয় ম্যাচের ৬২তম মিনিটে। এই সময়ে উইলিয়ামস বাম পায়ের দারুণ কার্ল শটে গোল করেন। নোগুয়েরার পাস ক্লিয়ার করতে ব্যর্থ হয় ইন্টার কাশি এবং সুযোগটি কাজে লাগান উইলিয়ামস।
আরও পড়ুন … পাকিস্তানের সঙ্গে আর কোনও ক্রিকেট নয়… কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরে রাগে ফুঁসছেন বাংলার ক্রিকেটার
সুনীল ছেত্রী ও সুরেশ ওয়াংজাম মাঠে নামেন ভিনিত ও মেন্ডেজের বদলে এবং তাদের সংযোজন আক্রমণে গতি আনে। নামগিয়াল ভুটিয়া ও নাওরেম রোশান সিং ভালোভাবে আক্রমণে লিংকআপ করেন এবং দ্বিতীয় গোলের কাছাকাছিও পৌঁছে যান।
তবে, দ্বিতীয়ার্ধে অধিকাংশ আক্রমণ করলেও বেঙ্গালুরু আর কোনও গোল করতে পারেনি এবং এর মাশুল গুনতে হয় তাদের। ম্যাচের ৮৭তম মিনিটে অরিত্র দাস ও মাতিজা বাবোভিচ বদলি হয়ে মাঠে নামেন ও মাঠে এসেই সমতা ফেরান। টাইব্রেকারে গিয়ে শুভম ধাস ও নোগুয়েরার পেনাল্টি আটকে দেন এবং ইন্টার কাশীর খেলোয়াড়রা পাঁচটি শটই সফলভাবে নেটবন্দি করে, যার ফলে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।