কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এর প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স এফসি। এই ম্য়াচে ০-২ গোলে হারে ইস্টবেঙ্গল। কেরালা এবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে।
মোহনবাগানের সামনে কেরালা
আগেই চার্চিল নাম তুলে নেওয়ায় শেষ আটে উঠে গিয়েছিল মোহনবাগান। এবার ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে পোঁছে গেল কেরালা ব্লাস্টার্স। এবার শেষ আটের লড়াইয়ে মোহনবাগানের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। এই ম্য়াচটি অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।
হতাশ করল ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপর কাপ ২০২৫-এ খুব খারাপ খেলা উপহার দিল ইস্টবেঙ্গল। এদিন প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল কেরলা ব্লাস্টার্স। বেশ কিছু সুযোগ যদি কেরালা নষ্ট না করত তাহলে ম্যাচের ব্যবধান আরও বাড়তে পারত। এদিন খেলায় তেমন আক্রমণাত্মক দেখাতেই পারেনি ইস্টবেঙ্গল। একটা সময় ম্যাচের হাল যেন ছেড়েই দিয়েছিল লাল হলুদের ফুটবলাররা। মাঝ মাঠ থকে বারবার আক্রমণ করছিল কেরালা। সেই আক্রমণের যেন কোনও জবাবই ছিল না ইস্টবেঙ্গলের কাছে। অস্কারের ছেলেদের দেখতে কলিঙ্গ স্টেডিয়ামে প্রচুর ইস্টবেঙ্গলের ভক্তেরা গিয়েছিলেন, তবে তারও এদিন প্রিয় দলের খেলায় হতাশ হলেন।
০-২ হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপার কাপ ২০২৫ থেকে বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এদিন বড্ড বাজে খেলল লাল হলুদ ব্রিগেড।
বাজে মিস করলেন নোহা
আবার গোল করার সুযোগ পেয়েছিল কেরালা। সহজ সুযোগ হাতছাড় করেন নোহা। এটি গোল হলে ৩-০ করতে পারত কেরালা ব্লাস্টার্স।
৯০ মিনিটের খেলা শেষ, ৬ মিনিট অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ, এখনও পর্যন্ত ২-০ এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। কোনও ম্যাজিক কি হবে? ইস্টবেঙ্গল কি সমতায় ফিরতে পারবে?
৮২ মিনিট- ০-২ পিছিয়ে ইস্টবেঙ্গল
চমৎকার ফুটওয়ার্ক দেখালেন ইস্টবেঙ্গল এফসির নন্দকুমার। তিনি একটি কর্নার আদায় করেন। তবে গোলের মুখ খুলতে পারেননি।
ফেরা গোল বাতিল
আবার গোলের মুখ খুলে ফেলেছিল কেরালা ব্লাস্টার্স, তবে অফ সাইডের জালে আটকে যায় তারা। বাতিল করা হয় আরও একটি গোল। ইস্টবেঙ্গলের খেলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে।
হলুদ কার্ড দেখলেন কেরালার কোচ
বারবার নিজের জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ ডেভিড কাতালা। সেই কারণে শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখলেন তিনি।
৭০ মিনিটে ০-২ পিছিয়ে ইস্টবেঙ্গল
৭০ মিনিটের পরে ০-২ পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেড কি এবার কোনও চমক দেখাতে পারবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কি শেষ ২০ মিনিটে সমতা ফেরাতে পারবে?
নোহার অসাধারণ গোলললল
আগেই বলেছিলাম এটা কেমন খেলছে ইস্টবেঙ্গল! সেটারই ফল দেখা গেল। ম্যাচের ৬৪ মিনিটে ফের গোল করল কেরালা। ০-২ পিছিয়ে গেল ইস্টবেঙ্গল। নোহা অসাধারণ একটি গোল করলেন। ইস্টবেঙ্গলের রক্ষণ যেন খেলা দেখতে মাঠে নেমেছিল। চুপ করে নোহার গোল দেখলেন তাঁরা। কেরালা ২-০ এগিয়ে গেল।
এ কেমন খেলছে ইস্টবেঙ্গল!
ইস্টবেঙ্গলকে নিয়ে কেরালা যেন ছেলে খেলা করছে। আক্রমণে তো সেভাবে উঠতেই পারছে না, উলটে রক্ষণাত্মক ফুটবল খেলছে তারা। দেখে মনে হবে ইস্টবেঙ্গল যেন ১-০ এগিয়ে রয়েছে আর কেরালা গোল করে ম্যাচ ফিরতে চাইছে। ইস্টবেঙ্গল এ কেমন ফুটবল খেলছে। যখন তখন ব্যবধান বাড়াতে পারে কেরালা।
কেরালার গোল বাতিল
ম্যাচের ৫৫ মিনিটে ইস্টবেঙ্গেলর রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে ফের গোলের মুখ খুলে ফেলেছিল কেরালা। তবে অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোল।
৫২ মিনিট- কেরালা ১-০ এগিয়ে
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমেছে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল এফসিকে তাদের অর্ধেই ঠেলে রেখেছে। লাল হলুদ ব্রিগেড কিছুতেই মাঝমাঠে খেলা দানা বাঁধতে পারছে না।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শেষ ৪৫ মিনিটের খেলা শুরু। নতুন করে শুরু করতে চায় লাল হলুদ ব্রিগেড।
ঘুরে দাঁড়াতে হলে শেষ ৪৫ মিনিটে ইস্টবেঙ্গলকে কী করতে হবে?
প্রথমার্ধে ০-১ পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে কেরালার ডানদিকের আক্রমণকে আগে আটকাতে হবে। এরপরে কেরালার রক্ষণকে ভাঙতে হবে এবং তার জন্য আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে হবে। মাঝ মাঠের থেকে কেরালা যেভাবে খেলা তৈরি করছে সেটা আগে বন্ধ করতে হবে।
শেষ প্রথমার্ধ ১-০ এগিয়ে কেরালা
রেফারি বাঁশি বাজিয়ে প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করলেন। বিরতির সময় স্কোরলাইন: কেরালা ব্লাস্টার্স এফসি ১-০ ইস্টবেঙ্গল এফসি। প্রথম ৪৫ মিনিটে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল কেরালা। প্রথমে সুযোগ নষ্ট করেছিলেন জিমেনেজ। তবে একাধিক সুযোগ নষ্ট করার পরে শেষে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়ে নিয়ে স্বস্তি পান জিমেনেজ।
বড় সুযোগ নষ্ট করল ইস্টবেঙ্গল
ম্যাচের ৪৩ মিনিটে বিষ্ণু বারপোস্টে শট মারেন। কেরালা ব্লাস্টার্সের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্তভাবে এগিয়ে যান বিষ্ণু, কিন্তু তার শটটি গিয়ে লাগে পোস্টে। এরপর মেসির কাছে বলটি ফিরে আসে, কিন্তু প্রায় ফাঁকা গোলে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।
গোল… ১-০ এগিয়ে গেল কেরালা
পেনাল্টি থেকে গোল করে কেরালাকে এগিয়ে দিলেন জিমেনেজ। অবশেষে জিমেনেজ গোলটি পেয়েছেন। দেখে মনে হচ্ছিল স্ট্রাইকার যেন তার গোল করার জুতো ভুলে গিয়েছেন। কিন্তু এবার তিনি কোনও ভুল করেননি। স্প্যানিশ ফরোয়ার্ডের জন্য এটা বড়ই স্বস্তির মুহূর্ত।
পেনাল্টি বাঁচিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল তারপরে নাটক
পেনাল্টি বাঁচিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের গোলরক্ষক, তারপর সেটি বাতিল করে ফের পেনাল্টি দেওয়া হয়। আসলে জিমেনেজের শট আটকে দেন গিল। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক আগেভাগে লাইনের বাইরে চলে যাওয়ায় কেরালা আরেকটি সুযোগ পায়।
পেনাল্টি পেয়েছে কেরালা
আনোয়ারের সঙ্গে লড়াইয়ে নোহা পেনাল্টি জয় করেছে। ম্য়াচের ৩৮ মিনিটে বড় সুযোগ।
৩৪ মিনিটে জিমেনেজ আবারও সুযোগ নষ্ট করলেন
ফের সুযোগ নষ্ট করলেন জিমেনেজ। আরও একটি বড় মিস করলেন। নোয়া দারুণ এক কাট ব্যাক দেন, একেবারে নিখুঁতভাবে, কিন্তু কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার জিমেনেজ আবারও ফিনিশ করতে ব্যর্থ হন।
শেষ ৩০ মিনিট, ড্রিঙ্কস ব্রেক
৩০ মিনিটের পরে ড্রিঙ্কস ব্রেক দেওয়া হয়েছে। এখনও কোনও দলই গোল করতে পারেনি, তবে আক্রমণের দিকে দেখলে এগিয়ে কেরালা ব্লাস্টার্স।
২৫ মিনিট- কেরালার আক্রমণ সামলাচ্ছে ইস্টবেঙ্গল
২৫ মিনিটের খেলা শেষ, এখনও বল দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে কেরালা। ডান দিক থেকে বারবার আক্রমণ করেছে কেরালা, তবে সেভাবে সাফল্য পায়নি তারা। ইস্টবেঙ্গলও মাঝে মাঝে আক্রমণ চালালেও রক্ষণেই বেশি সময় কাটাচ্ছে।
ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ১০০তম ম্যাচ খেলছেন মহেশ
ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ১০০তম ম্যাচ খেলছেন মহেশ। ম্যাচের আগে তাঁকে শুভেচ্ছা জানান হয়। এই ম্যাচকে বিশেষ করতে চাইবেন মহেশ।
ইস্টবেঙ্গলের রক্ষণের ফাঁক কাজে লাগাতে চায় কেরালা
ইস্টবেঙ্গল এফসি তিনজন ডিফেন্ডার নিয়ে খেলছে, আর কেরালা ব্লাস্টার্স সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পিছন থেকে লুপিং বল পাঠাচ্ছে।
জিমেনেজ সহজ সুযোগ মিস করলেন!
পিছন থেকে আসা একটি পাস নোয়া দারুণভাবে কাট ব্যাক করেন জিমেনেজের জন্য ঠেলে দেন। কিন্তু স্ট্রাইকার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। অবাক করা মিস করলেন কেরালার জিমেনেজ।
বড় সুযোগ নষ্ট করল কেরালা
ম্য়াচের দুই মিনিটের মাথায় বড় সুযোগ নষ্ট কেরালা। ফাঁকা গোল মিস করল কেরালা, অল্পের জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল।
শুরু হয়ে গেল ম্যাচ
শুরুতেই আক্রমণ করতে শুরু করেছে ইস্টবেঙ্গল। ৩০ সেকেন্ডের মধ্যেই কেরালার বক্সে পৌঁছে গিয়েছে এবং থ্রো জয় করেছে।
দুই দল মাঠে নেমে পড়েছে
দুই দল মাঠে নেমে পড়েছে। ইস্টবেঙ্গল ৪-৪-২ কৌশলে খেলতে নামবে, অন্যদিকে নতুন কোচ ডেভিড কাতালা কেরালাকে ৪-৪-২ কৌশলে মাঠে নামাবে।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আইএসএল প্রতিদ্বন্দ্বী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে তৈরি হচ্ছে। ম্যাচের সরাসরি সব আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
দেখে নিন কেরালা ব্লাস্টার্স এফসি-র প্রথম একাদশ
ইস্টবেঙ্গল এফসির পরীক্ষা নিতে তৈরি কেরালা ব্লাস্টার্স এফসি। নিজেদের সেরা একাদশ ঘোষণা করল কেরালা।
দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
ইস্টবেঙ্গল এফসি দলের প্রথম একাদশ-প্রভসুখন গিল (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, জ্যাকসন সিং, সাওল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, রিচার্ড সেলিস, রাফায়েল মেসি বৌলি, দিমিত্রিয়োস দিয়ামানতাকোস।
EB vs KBFC LIVE Match: ম্যাচে আপনাকে স্বাগত
Kalinga Super Cup 2025 East Bengal vs Kerala Blasters FC ম্যাচে আপনাকে স্বাগত। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) প্লে-অফে জায়গা না করে ওঠায়, দুই দলই সুপার কাপের জন্য প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের ব্যর্থতা কলিঙ্গ সুপার কাপ থেকে নিতে চায় ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।