রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানির ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলল রাজস্থান রয়্যালস। Sportstar-এর একটি প্রতিবেদনের মতে, ফ্র্যাঞ্চাইজিটি রাজ্য সরকার এবং রাজ্য ক্রীড়া পরিষদকে চিঠি লিখে বিহানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
রাজস্থানের ১৯ এপ্রিল জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ২ রানে হারের পর ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন বিহানি। এটি ছিল চার দিনের মধ্যে দ্বিতীয়বার, যখন ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা রান তাড়ায় হেরে যায়। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তারা সুপার ওভারে হেরে গিয়েছিল।
জয়দীপ বিহানির অভিযোগের পরে রাজস্থন রয়্য়ালসের পক্ষ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং ক্রীড়া পরিষদকে একটি চিঠি পাঠান হয়, যেখানে লেখা ছিল এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। চিঠিতে বলা হয়, ‘রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থান রয়্যালস (RR), রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআই-এর পারফরম্যান্স ও ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্য রেখেছেন, যা ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিত দেয়।’
আরও পড়ুন … কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত
এরপরে তারা লিখেছে, ‘তিনি রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট, রাজ্য ক্রীড়া পরিষদ এবং বিসিসিআই-এর বিরুদ্ধে একসঙ্গে ষড়যন্ত্র করে আরসিএ অ্যাড-হক কমিটিকে আইপিএল থেকে বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন। অথচ বাস্তবে বিহানির সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার কোনও প্রমাণ নেই…’
রয়্যালস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এই ধরনের ‘অপ্রয়োজনীয় ও বিভ্রান্তিকর অভিযোগ’ তুলে দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিজেপি বিধায়ক বিহানির কড়া সমালোচনা করা হয়েছে।
আরও পড়ুন … হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প
রাজস্থান রয়্যালসের চিঠিতে আরও লেখা হয়েছে, ‘এই ধরনের প্রকাশ্য অভিযোগ রাজস্থান রয়্যালসের সুনাম ও ভাবমূর্তির বড় ক্ষতি করে। এই বিবৃতিগুলি অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছে। এর পাশাপাশি, বিহানি রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, রাজ্য ক্রীড়া পরিষদ, বিসিসিআই এবং ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাকেও আঘাত করেছেন। অথচ আমরা গত ১৮ বছর ধরে বিসিসিআই-এর নির্দেশনা অনুযায়ী রাজ্য সংস্থা ও রাজ্য সরকারের সঙ্গে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছি।’
আরও পড়ুন … কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ
বিহানি অভিযোগ করেন, রাজস্থান রয়্যালস আইপিএল ম্যাচ আয়োজনে আরসিএ অ্যাড-হক কমিটিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে।
রয়্যালসের চিঠিতে প্রতিউত্তরে বলা হয়, ‘এই বছর বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী রাজস্থান স্পোর্টস কাউন্সিল জয়পুরে আইপিএল ম্যাচ আয়োজনের অধিকারপ্রাপ্ত। সুতরাং রাজস্থান রয়্যালস বিসিসিআই ও ক্রীড়া পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে রাজ্য সরকারের সহায়তায় ও নির্দেশনায় আইপিএল পরিচালনার কাজ করছে।’ এরপরে লেখা হয়, ‘আমরা ক্রীড়া পরিষদ ও রাজ্য সরকারকে অনুরোধ করছি যেন এই ধরনের আচরণ রোধে এবং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা আপনার নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে এই চিঠি লিখছি এবং আশা করছি আপনি এই বিষয়ে যথাযথ হস্তক্ষেপ করবেন…’ রাজস্থান রয়্যালস আগামী ম্যাচে ২৪ এপ্রিল বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে এবং ২৮ এপ্রিল ঘরের মাঠে গুজরাট টাইটানসকে স্বাগত জানাবে।