সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে অরিন্দম শীল আরজি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি দাবি করে সিনে পাড়ায় নাকি কান পাতলেই শোনা যাচ্ছে তারকারা টাকা, ফোনের বিনিময়ে প্রতিবাদে পথে নেমেছেন। এরপরই তোলপাড় হয়ে গিয়েছে টলিউড। প্রতিবাদে সরব হয়েছেন একাধিক অভিনেতা, অভিনেত্রীরা। কটাক্ষের মুখে পড়েছেন অরিন্দম শীল। এদিন সেটার জবাবে ফের পাল্টা তোপ দাগলেন তিনি।
আরও পড়ুন: বক্স অফিসে হুংকার কেশরী চ্যাপ্টার ২-র! ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের ছবি, কী হাল জাট-সিকান্দরের?
আরও পড়ুন: বিয়ের বছর পার, পান পাতা সরিয়ে ফের রাতুলের সঙ্গে শুভদৃষ্টি রূপাঞ্জনার! হল আর কোন কোন নিয়ম?
কী ঘটেছে?
এদিন এই বিতর্কের আঁচ বাড়তেই সংবাদ প্রতিদিনকে অরিন্দম শীল জানিয়েছেন, 'আমি তো নিজে কখনই এই অভিযোগ করিনি। এই কথাগুলো ইন্ডাস্ট্রির সহশিল্পীরাই বলছেন। সহশিল্পীদের নামে আমি এসব শুনছি আমার কাছে সেটা খুবই দুঃখজনক, খুবই দুঃখের কথা। এখন মৌচাকে ঢিল পড়েছে। কী আর করা যাবে।'
কী বলেছিলেন অরিন্দম এর আগে?
সম্প্রতি দেবী আনলিশড নামক একটি চ্যানেলে এসেছিলেন অরিন্দম শীল। সেখানেই তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে টলিউডের একাংশের নামে এই অজানা, বিস্ফোরক তথ্য ফাঁস করে দেন। বলেন, 'একটা আন্দোলন ঘটল এই শহরের বুকে, আর সেই আন্দোলনে অনেকে গিয়ে রাস্তায় বসল যাঁরা তার বদলে মোবাইল ফোন নিয়েছে, অ্যাপিয়ারেন্স ফিস নিয়েছে। এখন সেটা তাদেরই সঙ্গী সাথীরা বলে বেড়াচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।' যদিও কারও নাম করেননি তিনি। প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের সময় টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা মুখ হয়ে উঠেছিলেন এই আন্দোলনের। কেউ কেউ আবার নিয়মিত মিছিলে সহনাগরিকদের সঙ্গে পা মিলিয়েছেন, রাতের পর রাত জেগেছেন একটাই ধ্বনি তুলে, বিচার চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
অরিন্দমের কথায় প্রতিবাদ সুদীপ্তা, দেবলীনা, কিঞ্জলদের
সুদীপ্তা চক্রবর্তী এদিন অরিন্দম শীল এমন দাবি করার পর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রদ্ধেয় অরিন্দম শীল দা, আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়তো সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই। সে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে। এই অভিযোগ যেহেতু তুমি করেছ, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।' অন্যদিকে কিঞ্জল নন্দ, প্রতিবাদী চিকিৎসক এবং অভিনেতা লেখেন, 'অরিন্দম শীল, আপনার সঙ্গে আমি কাজ করেছি। আপনি খুব যত্ন নিয়ে শ্যুটিং করেন। কিন্তু আপনি যে অভিযোগ আজ করেছেন, নিশ্চয়ই তার কোনও সত্যতা বা প্রমাণ আছে আপনার কাছে, অনুরোধ করব সবার সামনে আনুন। কারণ তাদেরকেও চেনা প্রয়োজন সকলের। আর যদি প্রমাণ না থাকে, তাহলে সবার সামনে আপনার ক্ষমা চাওয়া উচিৎ। আপনার বিরুদ্ধে যা অভিযোগ আছে, সেইগুলো নিয়ে আলোচনা করছি না, খুব নির্দিষ্ট জিনিস জানতে চাইছি, আশা করি উত্তর দেবেন, আমাকে নয়, যে ভাবে মিডিয়া ডেকে বলেছেন, সেই ভাবে| কারণ আমিও একজন অভিনেতা, আমার জানার অধিকার এবং প্রয়োজন আছে।' বাদ যাননি দেবলীনা দত্তও। তিনি এদিন লেখেন, 'প্রমাণ দিন। শুনলাম প্রমাণ দিলে নাকি আপনার কিছু মানুষের সঙ্গে সখ্য নষ্ট হবে। এমনটা আপনি মিডিয়াকে বলেছেন। এমা, তার মানে যাঁরা ঘুষ নিলেন তাঁরাই আপনার বন্ধু?' ঋদ্ধি সেন সহ আরও অনেকেই অরিন্দম শীলের দাবির জবাবে সোচ্চার হয়েছেন, বিদ্রূপ করেছেন।