কাশ্মীরে জঙ্গি হামলার জের, এবার পাক অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি 'আবির গুলাল' বয়কটের ডাক উঠল। ১ এপ্রিল ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুর অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’ (Abir Gulaal)-এর টিজার মুক্তি পায়, তারপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।
এদিকে এরই মাঝে ২২ এপ্রিল মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam)এ সন্ত্রাসী হামলার পর থেকে 'আবির গুলাল' বিতর্কে আরও ঘৃতাহুতি পড়েছে। যেখানে ৪ জন সন্ত্রাসী গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে। যাঁদের মধ্যে বেশিরভাগ লোকজনই পর্যটক ছিলেন। আর এই ঘটনার পরই পাকিস্তানি অভিনেতা ফাওয়াদকে (Fawad Khan) কাস্ট করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ‘আবির গুলাল’ ছবিটি। আর এরই মাঝে কাশ্মীরের ঘটনা ঘটে যাওয়ায় এবার এই ছবি বয়কটের ডাক উঠেছে।
এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (Indian Film & Television Directors' Association) সভাপতি অশোক পণ্ডিত (Ashoke Pandit) মূলত এই ছবি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁর কথায়, ‘এই ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধ। এই প্রথমবার নয়... এই হামলা ৩০ বছর ধরে চলছে। আমরা, একটি সংস্থা হিসাবে, হাতজোর করে পাকিস্তানিদের সঙ্গে কাজ না করার অনুরোধ করেছি। ওরা শিল্পী সম্প্রদায়, এই বাজে অজুহাত দেখায়, তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থই সবার আগে। লোকজন হয়ত ভাবেন, আমার বাড়ির লোক তো মরেনি, তাই আমার কিছু যায় আসে না, কিন্তু যদি এই ছবির নায়িকা বা নির্মাতাদের পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসবাদীরা গুলি চালাত, তাহলে কি ওঁরা ফাওয়াদ খানের সঙ্গে কাজ করতেন?’
অশোক (Ashoke) দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ খেলা নিয়েও সমালোচনা করেছেন, যেমন এই বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) খেলা। তাঁর কথায়, ‘আমাদের দেশের লোকেরা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে পারফর্ম (perform) করতে লন্ডন (London) এবং দুবাই (Dubai) যায়, ক্রিকেটের ক্ষেত্রেও একই। বলে দিন ক্রিকেট খেলবেন না! ওরা বন্দুক দিয়ে মারছে, আর আমরা ব্যাট বল নিয়ে ওদের সঙ্গে খেলছি। জনগণ ক্ষুব্ধ, ওরা ক্রিকেটার, শিল্পী এবং গায়কদের বাইরে পেলে মারবে, পরিস্থিতি এখন চরমে পৌঁছেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা নির্দেশ জারি করব যে, যে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করলে, তাঁকে ইন্ডাস্ট্রি (industry) থেকে বয়কট (boycott) করা হবে।’
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (Federation of Western India Cine Employees - FWICE) সভাপতি বি এন তিওয়ারিও (BN Tiwari) এবিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। সাফ জানিয়েছেন, ‘আমরা আবির গুলাল (Abir Gulaal) ছবিটি ভারতে মুক্তি পেতে দেব না। নির্মাতারা যদি ছবিটি মুক্তি দেয়, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরাও আবির গুলাল (Abir Gulaal) বয়কটের ডাক দেওয়া শুরু করেছেন…
প্রসঙ্গত আরতি এস বাগদি (Aarti S Bagdi) পরিচালিত আবির গুলাল (Abir Gulaal) ৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।