জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানায় নিহত হয়েছেন ২৬ জন, আহত প্রায় ২০ জন। বেড়াতে যাওয়া ২৬ জন পুরুষকে সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। মারার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়েছে। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তারকারাও। অক্ষয় থেকে শাহরুখ, সঞ্জয়, কম-বেশি দেশের সব তারকাই ঘটনার বিচার চেয়েছেন। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় মুখ খুললেন ।
ঠিক কী লিখেছেন সলমন?
সলমন খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভূ-স্বর্গ কাশ্মীর এখন নরকে পরিণত হচ্ছে। নির্দোষ মানুষদের লক্ষ্য করা হচ্ছে। আমার ওই নিরাপরাধ পরিবারগুলির প্রতি সমবেদনা রইল। একজন নির্দোষকে হত্যা করা সমগ্র বিশ্বকে হত্যা করার সমান।’
আরও পড়ুন-‘এটা বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা…’, পহেলগাঁওয়ে হামলার ঘটনায় সরব শাহরুখ
তবে শুধু সলমনই নন, কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় বুধবার কিং খান শাহরুখ লেখেন, ‘পহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই। এই কঠিন সময়ে, শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।’
সলমন, শাহরুখ ছাড়াও এই জঙ্গি হামলার ঘটনায় অক্ষয় কুমার, সোনু সুদ আর মাধবন, অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মৃণাল ঠাকুর, অমিতাভ বচ্চন সহ বহু সেলেবই ঘটনা ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা আচমকাই সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের উপর গুলি চালায়। সেসময় ওই এলাকায় গুলির শব্দ শুনে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফেরেন এবং ঘটনার পর তিনি নৈশভোজেও অংশ নেননি।