গত ফেব্রুয়ারির ঘটনা, গান শুনতে আসা অনুরাগীর ঠোঁটে চুমু খেয় তীব্র বিতর্ক জড়িয়েছিলেন উদিত নারায়ণ। নেটপাড়ায় ভাইরাল হয়েছিল বলিউডের জনপ্রিয় এই গায়ক চুমুর ভিডিয়ো। তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বর্ষীয়ান গায়ক। এবার উদিত নারায়ণের সেউ চুমু কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা-গায়ক অমিত ট্যান্ডন।
উদিত নারায়ণকে কটাক্ষ করে ‘Horny old man’ অর্থাৎ 'বিকৃতকাম (কামুক) বুড়ো' বলে কটাক্ষ করে বসেন অমিত ট্যান্ডন। শুঘু তাই নয়। উদিত পুত্র আদিত্যকেও ‘বিগড়া হুয়া বাচ্চা’ অর্থৎ বিপথে চালিত ছেলে' বলে তোপ দাগেন অমিত।
ঠিক কী বলেছেন অমিত ট্যান্ডন?
আমি ওঁর গান গাইতে ভালোবাসি কিন্তু আমি এটা বলতে চাই যে উনি একজন কামুক বৃদ্ধ। আমি জানি না, এটা বলা কি ঠিক কিনা! মানে, ওহি হ্যায়, কিসি নে লাইন মারি অর উনহোনে লাইন পুরি খিচ দি (কেউ যদি একটু সুযোগ করে তখন উনি তার সুবিধা নিতে় ছাড়েন না)। এটাই বক্তব্য। অনুরাগীরা তো এমন করবেই, আমার এমন শোও হয়েছে, যেখানে লোকজন কাছে আসার চেষ্টা করে, কিন্তু এটা নির্ভর করে আপনি তাঁদের কতটা অনুমতি দেবেন। সবকিছুই সীমা থাকা উচিত। যদি আমি সেখানে থাকতাম আর আমার বান্ধবী বা স্ত্রী মঞ্চে ছবি তোলার জন্য যেত এবং এইরকম কিছু ঘটত, তাহলে আমি তাঁকে তখনই ধরে পেটাতাম। খুব মারতাম।
তবে একজন গায়ক হিসেবে আমি ওঁকে অনেক সম্মান করি। আমি নিশ্চিত যে সেই সময় এমনই একটা পরিবেশ তৈরি হয়েছিল। তবুও, আমাদের নিজেদের জন্য কিছু সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ।দয়া করে সীমা পার করবেন না।
আদিত্য নারায়ণকে নিয়ে কী বলেছেন অমিত?
শুধু উদিত নারায়ণ নয়, আদিত্য নারায়ণকে নিয়েও মুখ খুলেছেন গায়ক-অভিনেতা অমিত ট্যান্ডন। আদিত্য নারায়ণকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিগড়া হুয়া বাচ্চা’ অর্থাৎ পাতি বাংলায় বললে, তিনি বলতে চেয়ছেন ‘আদিত্যরও ১২ বেজে গেছে।’ বা উনিও বিপথে পা দিয়েছেন।
আদিত্য নারায়ণও বহুবার জনসমক্ষে উগ্র আচরণ করেছেন। একবার এক কনসার্টে গিয়ে ও মাইক ছুঁড়ে ফেলেছিল। তাঁর সেই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অমিত বলেন, 'আমার বলতে কোনও দ্বিধা নেই যে ওটা অত্যন্ত অপেশাদার ব্যবহার ছিল। এটাই বুঝিয়ে দেয় যেআপনি কতটা খারাপ।' অবশ্যই আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না, হয়তো উনি একজন ভালো মানুষ। তবে ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে আমার মনে হয়েছে, যে ওঁর মানসিকতাও ভালো নয়।