সঞ্জয় দত্তের মা, সুনীল দত্তের স্ত্রী অভিনেত্রী নার্গিস জন্মসূত্রে মুসলিম ছিলেন। তবে তিনি বিয়ে করেছিলেন হিন্দু সুনীল দত্তকে। শোনা যায়, সুনীলকে বিয়ের আগে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন, নাম হয় নির্মলা দত্ত। যদিও আবার তাঁর শেষ ইচ্ছা মেনে নার্গিসকে ইসলাম রীতি মেনেই কবর দেওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন নার্গিসের মেয়ে প্রিয়া দত্ত।
প্রিয়া দত্ত সাক্ষাৎকারে বলেন, যে তাঁর বাবাকে অনেকে বলেছিলেন যেহেতু তাঁর মা একজন হিন্দুকে বিয়ে করেছেন, তাই যেন হিন্দু রীতি মেনেই মায়ের শেষকৃত্য সম্মন্ন করা হয়। তবে সুনীল দত্ত স্ত্রী নার্গিসের শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। নার্গিসকে কবর দেওয়া হয়েছিল। মৃত্যুর পর সুনীল দত্ত তাঁর (নার্গিস) কবরের মাটি হরিদ্বারেও নিয়ে গিয়েছিলেন।
নার্গিসের শেষ বিবাহবার্ষিকী
বিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত জানান যে, শেষদিকে তাঁর মায়ের আমেরিকাতে এক সপ্তাহে ৭টি অস্ত্রোপচার (surgery) হয়েছিল। প্রিয়া জানিয়েছিলেন যে, ডাক্তাররা সতর্ক করেছিলেন যে এই প্রক্রিয়াগুলোর পর নার্গিসের বেঁচে থাকাটাই কঠিন। তবে তিনি অস্ত্রোপচার করিয়ে এদেশে ফিরে এসেছিলেন। প্রিয়া জানিয়েছিলেন যে, তাঁর মা মৃত্যুর আগে শেষ বিবাহবার্ষিকীতে (anniversary) বলেছিলেন যে তিনি পরেরবার পর্যন্ত আর বাঁচবেন না। সঞ্জয় দত্তও বহু আগে এক সাক্ষাৎকারে (interview-তে) জানিয়েছিলেন যে, নার্গিসকে সেই বিবাহবার্ষিকীতে (anniversary-তে) তাঁর বিয়ের লাল এবং সবুজ শাড়ি পরানো হয়।
নার্গিসের ইচ্ছে পূরণ সুনীলের
নার্গিসের মৃত্যু হয় ১৯৮১ সালে। প্রিয়া জানিয়েছিলেন যে, তাঁর বাবা সুনীল দত্তকে নার্গিসের শেষকৃত্য (antim sanskar) নিয়ে অনেকেই নানান কথা শুনিয়েছিলেন। তবে নার্গিস চেয়েছিলেন, যে তাঁকে কবর দেওয়া হোক। সুনীল দত্ত খেয়াল রেখেছিলেন যাতে স্ত্রীর ইচ্ছা পূরণ হয়। প্রিয়া বলেন, ‘মায়ের শেষকৃত্যে (antim sanskar-e) অদ্ভুত পরিস্থিতি (scene) তৈরি হয়েছিল। আমার বাবা মায়ের জন্য প্রার্থনা (prarthana) করতে অনেক পন্ডিতকে ডেকেছিলেন। তাঁরাই অনেকে বলেছিলেন, বলেছিলেন যে উনি একজন হিন্দুকে বিয়ে করেছেন, তাই তাঁর হিন্দুরীতিতেই শেষকৃত্য (antim sanskar) হওয়া উচিত। কিন্তু আমার বাবা জানিয়ে দেন, না, তাঁর ইচ্ছা ছিল তাঁকে কবর দেওয়া হোক, তাই সবকিছু তাঁর ইচ্ছা অনুসারে হবে।’ প্রিয়া জানিয়েছেন যে, সুনীল দত্ত নার্গিসের কবরের সেই মাটি হরিদ্বারেও নিয়ে গিয়েছিলেন। সেখানেই সেই মাটি বিসর্জন দেওয়া হয়েছিল।
খালি ছিল চেয়ার
প্রিয়া জানিয়েছেন যে, আমেরিকা থেকে ফেরার কয়েক দিন পরেই তাঁর মা মারা যান। সঞ্জয় দত্তের প্রথম ছবি রকি (Rocky) মুক্তি পাওয়ার ঠিক চার দিন আগে। প্রিয়া জানান যে তাঁর মা ছেলে সঞ্জয় দত্তকে কথা দিয়েছিলেন যে রকির প্রিমিয়ারে (premiere-এ) তিনি থাকবেন। এমনকি যদি তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয় তাহলেও যাবেন। তবে প্রিমিয়ারের আগেই মা মারা যান, তখন সঞ্জয় (ভাই) খুব ভেঙে পড়েছিলেন। প্রিমিয়ারের (premiere-এর) দিন তাই সঞ্জয় দত্তের ঠিক পাশের চেয়ারটি নার্গিসের জন্য খালি রাখা হয়েছিল।
এদিকে নার্গিসের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন সুনীল দত্ত। তিনি নাকি প্রায়ই নার্গিসের কবরের পাশে গিয়ে বসে থাকতেন।