ইস্টবেঙ্গলে কি আবার ক্লাব বনাম ফেডারেশনের লড়াই লেগে গেল? বুধবার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে, যেখানে তাঁকে নাম না করে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ করতে শোনা যায়। আসলে যেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তাতে শোনা যাচ্ছে নীতু সরকার বলছেন, ইস্টবেঙ্গলের মহিলা দল যখন ভারত সেরা হয়েছিল তখন তাদের জার্সিতে ‘চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি’ লিখতে দেওয়া হল না। নাম না করেই ফেডারেশনের বিরুদ্ধে এমন বড় অভিযোগ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
কী বললেন দেবব্রত সরকার?
আসলে সাংবাদিক সম্মেলনের যেই অংশটি ভাইরাল হয়েছে সেখানে নীতু সরকারকে বলতে শোনা যায়, ‘আমার মহিলা দলটা চ্যাম্পিয়ন হল… আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমাদের জামাটার ভিতরে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না। কেন? আমরা যদি উৎসাহ না দিই.. কী করে বড় বড় মাল্টিন্যাশানাল কোম্পানি এই খেলার পাশে আসবে।’ এরপরে প্রশ্ন করা হয়, ‘তাহলে এটা কাদের সিদ্ধান্ত, কারা করতে দিল না? ফেডারেশন..’ এর উত্তরে নীতু সরকার বলেন, ‘আমি শুনেছি।’ এরপরেই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন … Kalinga Super Cup 2025-এ বড় অঘটন! ISL এর রানার্স-আপ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশি
ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবলারদের উৎসাহ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে জানা গেল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল যারা মহিলা আইলিগ চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরা হয়েছে তাদের উৎসাহ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ নিয়ে একটি নতুন তথ্যচিত্র প্রকাশিত হবে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের নির্দেশনায় প্রকাশিত হবে ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ নামের এই তথ্যচিত্র। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই তথ্যচিত্রের প্রকাশ নিয়ে আয়োজন করা হয়েছিল একটি সাংবাদিক বৈঠকের। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সচিব রুপক সাহা এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার। কী নিয়ে এই সিনেমা?
আরও পড়ুন … শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন DC-র কেএল রাহুল
ইস্টবেঙ্গলকে নিয়ে তৈরি হল নতুন তথ্যচিত্র
সাংবাদিক বৈঠকে রুপক সাহা বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস নিয়েই এই তথ্যচিত্র। মূলত ক্লাবের শুরুর সময় থেকে কোভিড-কাল পর্যন্ত সমস্ত সাফল্যের কথাও থাকবে এই সিনেমায়। এই তথ্যচিত্রে থাকবে লড়াইয়ের গল্প, দেশভাগের কষ্ট ও সংগ্রামের কাহিনী।’ ১ ঘণ্টা ২৭ মিনিটের হবে এই তথ্যচিত্র। মূল মঞ্চের বাইরে নন্দন চত্বরে বাজানো হবে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বানানো জনপ্রিয় গানগুলি। এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টে থেকে। মুখ্যমন্ত্রী আসবেন সাড়ে ৫টার দিকে। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্য গুণী ব্যক্তিরাও। আসতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-রাও।
আরও পড়ুন … ভিডিয়ো: উইকেট নিয়ে নিজের দলের সতীর্থকেই মারলেন! PSL 2025-এ অবাক করা মুহূর্ত
সাধারণ সমর্থকেরা কখন থেকে এই তথ্যচিত্র দেখতে পাবেন-
দেবব্রত সরকার বলেন, ‘উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার এবং কর্তারা। ৪০ এর দশকের কিছু ফুটবলারদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে, আসবেন ক্লাব প্রতিষ্ঠাতার বাড়ির সদস্যরাও। জনসাধারণের জন্য নন্দনে ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেখানো হবে এই সিনেমাটি।’ আরও জানা গিয়েছে, বর্তমান কোচ অস্কার ব্রুজোও এই অনুষ্ঠানে থাকবেন। তবে আগামী মরশুমের দল কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলেননি ইস্টবেঙ্গলের কর্তারা।
আরও পড়ুন … পাকিস্তানের সঙ্গে আর কোনও ক্রিকেট নয়… কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরে রাগে ফুঁসছেন বাংলার ক্রিকেটার
পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে ইস্টবেঙ্গলের বার্তা
এদিকে পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে ইস্টবেঙ্গল। তারা তাদের সোশ্যাল মিডিয়াতে লেখে, ‘পহেলগাঁওয়ে নিরাপরাধ জনগণের উপর যে ভয়ঙ্কর হত্যালীলা চালানো হয়েছে, তা শুনে আমরা শোকস্তব্ধ। আমরা ইমামি ইস্টবেঙ্গল এফসি-র পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’