টেলিপর্দার মিত্তির বাড়ি। টেলিপর্দার জনপ্রিয় এই পরিবারে ভাঙন ধরেছে। কারণ, পারিবারিক ষড়যন্ত্রে শ্বশুরবাড়ি অর্থাৎ তার প্রিয় ‘মিত্তির বাড়ি’ ও ভালোবাসার মানুুষ, স্বামী ধ্রুবকে ছাড়তে হয়েছে জোনাকিকে। অভিযোগ, জোনাকির মা নাকি খুনি। আর এই অভিযোগেই দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছে জোনাকির মা।
আর এবার 'মিত্তির বাড়ি' থেকে বের হয়ে শুরু হবে শুরু হবে 'জোনাকি' ওরফে পারিজাতের নতুন লড়াই। এবার ঘরোয়া রূপ বদলে অন্যরূপে দেখা যাবে 'জোনাকি'কে। মিত্তির বাড়ি থেকে বের হয়ে আইন নিয়ে পড়েশোনা করে আইনজীবী হয়ে উঠেছে সে। এবার এই আইনজীবী হয়েই মায়ের বিরুদ্ধে আনা পুরনো 'মিথ্যে' অভিযোগ ও মামলায় নিজেই লড়বে জোনাকি বিশ্বাস ওরফে মিত্তির। আর স্ত্রীর এই লড়াইয়ে দূর থেকে পাশে থাকবে তাঁর স্বামী ধ্রুব মিত্তির। চ্যানেল কর্তৃপক্ষের নতুন প্রোমোয় উঠে এসেছে সেই বিষয়টিই।
আরও পড়ুন-একটা ভুলই রক্ষা করল প্রাণ, কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়ে এখনও আটকে কোন্নগরের গায়ক
সিরিয়ালের নতুন এই প্রোমো বলছে ২২-২৬ এপ্রিলের মধ্যে সম্প্রচারিত হবে এই ঘটনাগুলি। তবে নতুন প্রোমো ঘিরে নেটপাড়ার লোকজন ইতিমধ্যেই কমেন্টের বন্যা বইয়েছেন। অনেকেই লিখেছেন, ‘এখনও পর্যন্ত সেরা প্রোমো’, কারোর প্রশ্ন, ‘একদিনে কীভাবে আইনজীবী হয়ে গেল?’ তবে বেশিরভাগ লোকজনই লিখেছেন, এই প্রোমোর প্রশংসা করেছেন।
'মিত্তির বাড়ি' সিরিয়ালে জোনাকি বিশ্বাসের চরিত্রে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে। আর ধ্রুব মিত্তিরের ভূমিকায় রয়েছেন ‘মিঠাই’ খ্যাত আদৃত রায়। ইতিমধ্যেই এই দুই শিল্পীর অভিনয়ই মনে ধরেছে নেট নাগরিকদের। এছাড়াও এই সিরিয়ালে দেখা মিলছে দুলাল লাহিড়ি, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তী, অদ্রিত রায়, অনন্যা গুহ, মনিকা দে, মধুরিমা চক্রবর্তী সহ আরও অনেকের।
প্রসঙ্গত, দুই বুড়োবুড়ির গল্প নিয়ে তৈরি হয়েছে এই 'মিত্তির বাড়ি' সিরিয়ালটি। যৌথ পরিবারের ছিঁড়ে যাওয়া সুতোগুলো কীভাবে আবার জোড়া লাগবে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচোলে নতুন করে সম্পর্কগুলো আবার কি বেঁচে উঠবে? এই গল্প নিয়েই তৈরি সিরিয়াল ‘মিত্তির বাড়ি’ সোম-শুক্র প্রতিদিন সম্প্রচারিত হয় জি বাংলায় ঠিক রাত নটায়।