কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এখন দেশবাসীর মনে ছাপ ফেলে যাওয়া গভীর ক্ষতর মতো। গোটা ঘটনায় ফুঁসছে এই দেশ। আর যাঁরা এই ঘটনার সময় কাশ্মীরেই ছিলেন, তারপর প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁদের কাছে এই ঘটনা আরও ভয়ানক স্মৃতি। এই জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের।
এদিকে ঘটনার সময় কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন জনপ্রিয় এক গানের রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন সৌরভ সরকার। শুধু তাই নয় মঙ্গলবার যখন ঘটনাটা ঘটে তখন পহেলগাঁওয়ে থাকার কথা ছিল সৌরভের। তবে ভাগ্যের ফেরে প্রাণে বেঁচেছেন সৌরভ ও তাঁর নব-বিবাহিতা স্ত্রী। এদিকে ঘটনার পর এখন বাড়িতে দুশ্চিন্তার মধ্য়ে দিন কাটাচ্ছেন সৌরভ সরকারের বৃদ্ধা মা। কখন ফিরবে ছেলে-বউমা! অপেক্ষা করছেন গায়কের মা।
২০০৭ সালে সারেগামাপা চ্যাম্পিয়ন হন হুগলির কোন্নগরের সৌরভ সরকার। বছর পাঁচেক আগেই তিনি বিয়ে করেছেন। তবে তারপর থেকে মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ হয়নি আর। আর বিয়ের পর এই প্রথমবার বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ। আর গন্তব্য ছিল ভূ-স্বর্গ কাশ্মীর। তবে হানিমুন-এ যে 'হানি'র বদলে আতঙ্কই বেশি হয়ে যাবে, তখন তা কে আর জানত!
মঙ্গলবারের ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত তাঁরা কিছুই আঁচ করতে পারেননি। এখন তাঁরা সেখানকারই একটা হোটেলের মধ্যে বন্দী হয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। সৌরভদের সঙ্গে সেখানে রয়েছেন মোট ৪০ জন পর্যটক।
আরও পড়ুন-‘গেলুম গেলুম আমায় ধরে তোল…’, হঠাৎ কী হল? কাঞ্চনের চিৎকারে ব্যস্ত হয়ে পড়লেন সঙ্গীরা
কীভাবে বাঁচলেন সৌরভ সরকার?
জানা যাচ্ছে, পহেলগাঁও দেখতে যাওয়ার কথা ছিল তাঁদের। সৌরভদের টুর গ্রুপের বাকি পর্যটকরা দেরি করায় বের হতে দেরি হয়ে যায়। আর সেই শাপে বর হয় তাঁদের সকলের জন্য। কারণ যখন তাঁরা হোটেল ছেড়ে বের হচ্ছিলেন, তখনই সেনাবাহিনীর তরফে খবর দেওয়া হয় পহেলগাঁও-জঙ্গি হামলা হয়েছে, সেখানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাকিরা যদি দেরি না করে সকলেই সময় মতো বেরিয়ে পড়তেন, তাহলে প্রাণ যেতে পারত তাঁদেরও। এখন ঈশ্বরের কাছে সৌরভ সহ বাকিদের একটাই প্রার্থনা, দ্রুত তাঁরা যেন বাড়ি ফিরতে পারেন।
আতঙ্কিত সৌরভ সরকারের কথায়, একবার যখন হামলা হয়েছে তাহলে সন্ত্রাসবাদীরা এখনও ঘুরে বেড়াচ্ছে স্থানীয়দের ছদ্মবেশে। তাই কারুর উপরেই বিশ্বাস করা যাচ্ছে না। তাঁদের ভয় আবারও যে কোনও মুহূর্তে হামলা হতেই পারে।