চেয়ারে মধ্যমণি হয়ে বসে রয়েছেন কাঞ্চন মল্লিক। চারপাশে তাঁর সাঙ্গপাঙ্গরা। হঠাৎই আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে, চোখ গোল গোল করে কাঞ্চন বলে ওঠেন, ‘গেলুম গেলুম আমায় ধরে তোল…।’ কিন্তু একী কাণ্ড? হঠাৎ কি হল তাঁর?
কাঞ্চনের আচমকা এহেন আচরণে কেউ ডাক্তার-বদ্যি ডাকলেন, কেউ পুলিশ। কেউ আবার মজা করে বলে উঠলেন, ‘কামড়ে দেবে সাবধানেতে তুলিস।’ ভাবছেন তো এসব আমি কী বলছি? তবে কেউ কেউ নিশ্চয় আন্দাজ করতেও পারছেন।
হ্যাঁ, ঠিকই বুঝেছেন আসলে সবটাই হয়েছে মজার ছলে। সুকুমার রায়ের গোঁফ চুরি কবিতাটিই নাটকীয়ভাবে তুলে ধরেছেন কাঞ্চন মল্লিক ও তাঁর 'আমার বস' ছবির সঙ্গীরা। এই পাঠ ও নাট্য রূপান্তরে কাঞ্চনের সঙ্গে ছিলেন আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন ও বিমল গিরি। সুকুমার রায়ের জনপ্রিয় এই কবিতাটিকেই পুরো বিষয়টিই নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। আর এক্ষেত্রে 'বস' হয়ে কাঞ্চন মল্লিক, 'আমার বস' ছবিতে বসের চরিত্রটিই খানিকটা সুকুমার রায়ের কবিতা ধরা করে দেখানো হয়েছে।
তবে এমন অভিনব প্রচারে বেশ খুশি নেটিজেনরা। ইতিমধ্যেই নেটপাড়ার মন কেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ 'আমার বস'-এর অভিনেতা-অভিনেত্রীদের এই কবিতা পাঠ। অনেকেই ভিডিয়োর নিচে নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'সুকুমার রায়ের সৃষ্টিকে আবারও এত সুন্দরভাবে পৌর্ট্রে করার জন্য কৃতজ্ঞ! সফল হোক আমার বস’...', কেউ লিখেছেন, 'খুব ভালো হয়েছে..', কারোর মনে হয়েছে, ‘এটা আগেরটার মতো ভালো হয়নি।’ কারোর কথায়, 'দারুণ দারুণ'। কারোর মন্তব্য, 'Too good.. Really enjoyed it'।
কারোর কথায়, ‘উপস্থাপনা টি খুব ভাল লাগল। বস সিনেমাটির জন্য আগাম শুভেচ্ছা রইল।’ আরও একজন লেখেন, 'বাংলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আজ বিলুপ্তের পথে। যান্ত্রিক ও আধুনিক দুনিয়ায় সবাই আবদ্ধ হয়েছে। খুব সুন্দর লাগলো সমগ্র উপস্থাপনা। অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল আমার বস সিনেমাটির জন্য।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
এর আগে সুকুমার রায়ের 'গন্ধ বিচার' কবিতাটিও নাটকীয় কায়দায় তুলে ধরেছিলেন 'আমার বস'-এর অভিনেতারা। সেদিনও সেখানে ছিলেন ঐশ্বর্য সেন, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, কাঞ্চন মল্লিক সহ আরও অনেক শিল্পী। প্রসঙ্গত আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস'।