হিমাচলপ্রদেশ সরকার আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত হোটেল এবং সরকারি অনুষ্ঠানে ৫০০ মিলিলিটার পর্যন্ত প্লাস্টিকের জলের বোতল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২৯ এপ্রিল থেকেই সমস্ত সরকারি এবং বেসরকারি যানবাহনের জন্য 'কার বিন' ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে।
হিমাচলপ্রদেশ অ-বিপজ্জনক বর্জ্য (নিয়ন্ত্রণ) আইন, ১৯৯৫-এর ৩-এ (১) নম্বর ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক ডি সি রানা এই প্রসঙ্গে জানিয়েছেন, প্লাস্টিকের বোতলের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে এবং নয়া নিয়ম বলবৎ করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচারকাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, এখন থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল, স্টিলের পাত্র বা একবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব কোনও বিকল্প উপায় ব্যবহার করতে হবে। একইসঙ্গে, সব সরকারি প্রতিষ্ঠানও প্লাস্টিকের বোতলের ব্যবহার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার অভিযান চালাবে।
ডি সি রানা আরও জানিয়েছেন, রাজ্য সরকার এক্ষেত্রে আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তিরও বিধান করেছে। বিভিন্ন পাবলিক প্লেস, মন্দির চত্বর, জঙ্গল, ধাবা এবং দোকানে প্লাস্টিকের বোতল বা প্লেট ফেলা হলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
ডি সি রানা এরইসঙ্গে জানিয়েছেন, যানবাহনে আবর্জনা ছড়ানোর মতো ঘটনা রোধ করতে সমস্ত ট্যাক্সি, বাস এবং অন্যান্য সরকারি যানবাহনে 'কার বিন' ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরটিও এবং এমভিআই-গুলি এখন থেকে কেবলমাত্র সেই সমস্ত যানবাহনগুলিকেই ছাড়পত্র দেবে বা নথিভুক্ত করবে, যেগুলির মধ্যে এই ব্যবস্থা রয়েছে। 'কার বিন' ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা এবং রাস্তায় বা খোলা জায়গায় আবর্জনা ফেললে ১,৫০০ টাকা জরিমানা করা হবে।