২২ এপ্রিল ২০২৫, কাশ্মীরের ভূস্বর্গ নিমেষে পাল্টে যায় রক্তের পটভূমিতে। জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক, আহত আরও অনেকে। পরিবারের সঙ্গে কেউ ছুটি কাটাতে গিয়েছিলেন কেউ আবার মধুচন্দ্রিমায়। সমস্ত স্বপ্ন, আশা, আনন্দ এক নিমেষে শেষ হয়ে যায় জঙ্গিদের গুলিতে। গতকাল থেকেই এই ঘটনায় সরব হয়েছেন একাধিক তারকা।
বলি থেকে টলি শিল্প জগতের তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার নিন্দা করেছেন। আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তাঁরা। জঙ্গিদের কঠিন শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন সরকারের কাছে। তবে এরই মধ্যে একটু অন্য সুর শোনা গেল বিবেক অগ্নিহোত্রীর মুখে।
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। এবার ফের কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়েও পশ্চিমবঙ্গের কথা টেনে নিয়ে এলেন বিবেক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলায় নজর দেওয়ার আর্জি জানান।
মঙ্গলবার দেশে ছিলেন না বিবেক। কাশ্মীরের ঘটনা শুনেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শিকাগোয় নেমে কাশ্মীরের ঘটনা শুনতে পেলাম। অনেকদিন ধরেই এই ভয়টা আমি পেয়েছিলাম। দীর্ঘদিন ধরেই আমার মনে হয়েছিল কাশ্মীরে শান্তি নেই, জোর করে শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। অমিত শাহের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
এখানেই থেমে যাননি বিবেক। পশ্চিমবঙ্গের কথা টেনে তিনি বলেন, ‘তবে শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন যাতে আরও একটি দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা বোধহয় সবাই এটাই চাই।’
প্রসঙ্গত, সম্প্রতি ‘দিল্লি ফাইলস’ সিনেমার শ্যুটিং চলছিল মুর্শিদাবাদে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠায় শ্যুটিং বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন পরিচালক। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন বিবেক।