ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরকে ‘বিহারের কন্যা’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, ‘কমলা বিসেসারের পূর্বপুরুষরা বিহারের বক্সার জেলার বাসিন্দা ছিলেন। তিনি নিজেও একবার বক্সার সফর করেছেন। বিহারের মানুষ তাঁকে নিজের মেয়ে বলেই মনে করে।’
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে দীর্ঘতম! ৮ দিনে ৫ দেশে বিশেষ সফর প্রধানমন্ত্রী মোদীর
ত্রিনিদাদ ও টোবাগোর কুভার ন্যাশনাল সাইক্লিং ভেলোড্রোমে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদী এই মন্তব্য করেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন কমলা প্রসাদ-বিসেসার নিজেও। সঙ্গে ছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু ও একাধিক সংসদ সদস্য। ভারত ও ত্রিনিদাদের সম্পর্কের গভীরতা বোঝাতে মোদী বলেন, ‘আমরা শুধু রক্ত বা উপাধির মাধ্যমে যুক্ত নই, আত্মীয়তার মাধ্যমে যুক্ত। ভারত সবসময় আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনাদের স্বাগত জানায়।’ তিনি আরও বলেন, ‘বিহার শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের গর্ব। এই মাটিতে জন্ম নিয়েছেন জ্ঞান, সাহস, সংস্কৃতি আর নেতৃত্বের প্রতীকরা। একবিংশ শতাব্দীতেও বিহার নতুন সম্ভাবনার কেন্দ্র হয়ে উঠবে।’ এছাড়াও, অযোধ্যার রাম মন্দির নিয়ে ত্রিনিদাদে প্রবাসী হিন্দুদের আবেগকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে রেখেছি, রাম মন্দির নির্মাণের সময় আপনারা পবিত্র জল পাঠিয়েছিলেন। এবার আমি ফিরিয়ে আনলাম সেই ভালোবাসার প্রতীক।অযোধ্যার রাম মন্দিরের একটি প্রতিরূপ এবং সরযূ নদীর কিছু জল।’
তিনি আরও বলেন, ‘৫০০ বছর পর রামলালার অযোধ্যায় প্রত্যাবর্তন কেবল ভারতের নয়, বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িত। আপনাদের ভক্তি, নিষ্ঠা এবং সংযোগ আমাদের মুগ্ধ করেছে।’প্রবাসী ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, গিরমিটিয়া প্রজন্মের উত্তরসূরিরা আজ সংগ্রামের প্রতীক নন, তারা আজ সফলতা, সেবা ও মূল্যবোধের মুখ। ত্রিনিদাদ ও টোবাগো যে আজ সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ তার পেছনে ভারতীয় বংশোদ্ভূতদের অবদান অনস্বীকার্য।
এই সফরে নরেন্দ্র মোদীকে দেওয়া হবে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’। দেশটির প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার প্রবাসী ভারতীয়ের মধ্যে গভীর আবেগ ছড়িয়ে দেয়। মোদী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই সম্মান আমার একার নয়, ১৪০ কোটি ভারতীয়র। আমি ত্রিনিদাদ সরকার ও এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’