নবনীতার সঙ্গে জিতুর বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হল। তারপর থেকে বেশ কিছু নায়িকার সঙ্গে জিতু কমলের নাম জড়ালেও তা জল্পনা কল্পনা স্তরেই রয়ে গিয়েছে। তবে এই সব কিছুর মাঝেই মনের মানুষকে মনের কথা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করলেন জিতু।
তিনি বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে পিছন দিক থেকে একটি মানুষের অবয়ব দেখা যায়। তার পরনে ছিল শাড়ি। ফলে তা দেখে অনুমান করাই যে সে একজন মহিলা। তারপর দেখা যায় তার গলা জড়িয়ে ধরে জিতু বলেন, ‘তোমার ওই দুটো চোখ পটল চেরা চোখ, অসম্ভব সুন্দর। সত্যি বলছি বিশ্বাস কর। জনসমক্ষে আমি তোমাকে…’। তাঁর মুখের কথা শেষ হওয়ার আগেই ওই মহিলার মুখের সামনে ক্যামেরা চলে আসে।
আরও পড়ুন: রণবীরের 'রামায়ণ'-এ ঊর্মিলার চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন বাংলার এই অভিনেত্রী!
আর তখনই ফাঁস হয় আসল সত্যি। আসলে এটা কোনও মহিলা ছিলই না। একটা ম্যানিকুইনকে জড়িয়ে ধরে মজার ছলেই জিতু এমন ভিডিয়ো বানান। ক্যামেরা ওই ম্যানিকুইনের সামনে আসতেই জিতু বলতে শুরু করেন, 'এ কী ভিডিয়ো করছ কেন?'
তাঁর এই ভিডিয়ো দেখে নেটিজেনরাও নানা কমেন্টে ভরিয়ে দেন। একজন লেখেন, ‘অ্যাক্টিংটা আরও রোম্যান্টিক দরকার ছিল।’ আর একজন তাঁর মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ -এর প্রসঙ্গ টেনে লেখেন, ‘আমি আজ আপনার অভিনয়ে একটু হতাশ হলাম। এই ভিডিয়ো টা নয়। আজ যে এপিসোড টেলিকাস্ট হল সেটা। ভীষন কৃত্রিম লাগলো প্রপোজ করার অংশটা। আপনার অভিনয় ভীষণ ভালো লাগে তাই আশাটাও বেশি। কাল আমি অপরাজিত দেখলাম। আর আবারও মুগ্ধ হলাম। জানি সবটা আপনার হাতে নয়। কিছুটা ডিরেক্টর এর মতে করতে হয়। ডিরেক্টরকে একটু বোঝাবেন। Western style proposal ki বাংলায় খুব প্রয়োজন? ডিরেক্টর কে জিজ্ঞেস করবেন পারলে, আমার কমেন্টটা চোখে পড়লে। ভালো থাকবেন।’
আরও পড়ুন: মিলে গেল ঠোঁটে ঠোঁট, বাগদান সারলেন অংশুলা! তিন বছর আগে কীভাবে প্রেমে পড়েন অর্জুন কাপুরের বোন?
আর এক অনুরাগী লেখেন, ‘কেনও ভিডিয়ো করে সবাইকে দেখিয়ে দিচ্ছেন। আহারে, ওই ম্যানিকুইন এর জায়গায় যদি আমি একটু চান্স পেতাম, আমি তো ধন্য হয়ে যেতাম। ডামি হয়েই দাঁড়িয়ে থাকতে হত মুখ থেকে আর কথা বের হত না। এতো রোম্যান্টিক কথা শুনলে কি আর মুখ থেকে কথা বের হয়।’ তাছাড়াও অনেকেই হাসির ইমোজি কমেন্ট করেছেন।