ইন্ডাস্ট্রির এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। এই তালিকায় শুধু সলমন নন, রয়েছে শাহরুখের নামও। কয়েকদিন আগে এমন হুমকি বার্তা পেয়েছেন অভিনব শুক্লা ও তাঁর স্ত্রী রুবিনা। এবার ঠিক একই রকম ফোন কল পেলেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ।
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওই ফোন কলের মাধ্যমে বলা হয়, ২ লক্ষ টাকার বিনিময়ে টাইগারকে মেরে ফেলার সুপারি দেওয়া হয়েছে তাঁকে। শুধু এইটুকুই বলে ফোন রেখে দেয় ওই ব্যক্তি।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
ফোনের মাধ্যমে এমন হুমকিবার্তা পেয়ে রীতিমতো নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এই প্রথমবার নয়, গত বছর থেকে একাধিকবার পুলিশের কাছে এমন ফোন এসেছে। সলমনকে হুমকি বার্তা কে বা কারা পাঠায়, সেটা মোটামুটি সকলেরই জানা। কিন্তু হঠাৎ টাইগারের উদ্দেশ্যে এমন বার্তা কে পাঠালো? কেনই বা পাঠালো?
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ফোনটি এসেছে পঞ্জাব থেকে। অভিযুক্তের নাম মনিশ কুমার সুজিন্দর সিং ৩৫ বছর বয়স ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁকে নাকি ২ লক্ষ টাকার অস্ত্র দিয়ে টাইগারকে খুনের সুপারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
ওই ফোন কল আসার পরেই টাইগারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তড়িঘড়ি পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় ওই ব্যাক্তিকে। যদিও পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গোটা ব্যাপারটাই ভুয়ো। ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছে পুলিশকে। তবে এই মনগড়া গল্প শোনানোর জন্য অভিযুক্তকে কী শাস্তি দেবে পুলিশ, সেটা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, শুধু টাইগার নন, সম্প্রতি বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি একটি ইমেলের মাধ্যমে পেয়েছেন মৃত্যুর হুমকি। ওই বার্তায় বলা হয়েছে, ‘১০ কোটি টাকা না দিলে তাঁরও অবস্থা নাকি বাবার মতো হবে। পুলিশকে জড়ালে বিপদ হবে। কবে কোথায় টাকা দিতে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’ ইমেল মারফত এই বার্তা পাওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে জিশানের।