আজ খেলা জারি থাকবে, তবে শুধুই একটা ম্যাচ। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টসের আগে সঞ্চালক হর্ষ ভোগলে স্পষ্ট বুঝিয়ে দেন যে, পহেলগাঁওয়ের জঙ্গি হালমায় নিরীহ মানুষের যে রক্ত ঝরে, তা নাড়িয়ে দিয়েছে আইপিএলের অন্দরমহলকেও।
বিসিসিআই যে পহেলগাঁওয়ে নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে কয়েকটি পদক্ষেপ নিচ্ছে, তা জানা গিয়েছিল আগেই। সেই মতোই শুধু দু'দলের ক্রিকেটারদেরই নয়, বরং ব্রডকাস্টিং টিমের সদস্যদলেরও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা যায়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁওয়ের জঙ্গি হামলার চরম নিন্দা করেছে ভারতীয় ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হার্দিকরাও। তবে টস জয়ের পরে মুম্বই দলনায়ক ফের একবার কাপুরুষোচিত ঘটনার নিন্দা করেন।
ভারতীয় না হলেও সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সও জানান যে, এমন বেদনাদায়ক ঘটনা ভিতর থেকে ধাক্কা দিয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটার এমন কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে রয়েছে বলে জানান কামিন্স। তিনি এও উল্লেখ করতে ভোলেননি যে, কীভাবে ভারত বরাবর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দু'হাত বাড়িয়ে স্বাগত জানায়।
ম্যাচ শুরুর আগে দু'দলের ক্রিকেটারদের সঙ্গে উপ্পলের দর্শকরাও উঠে দাঁড়িয়ে পহেলগাঁওয়ের নিহতদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। ম্যাচে টস জিতে মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম সানরাইজার্সকে।
আরও পড়ুন:- জলে গেল মেহেদির ‘১০ উইকেট’, জিম্বাবোয়ের কাছে হেরে পচা শামুকে পা কাটল বাংলাদেশের
সানরাইজার্স হায়দরাবাদ শুরুতে ব্যাট করে বলেই এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় মহম্মদ শামিকে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স শুরুতে ফিল্ডিং করে বলে তারা দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামানোর সিদ্ধান্ত নেয় রোহিত শর্মাকে।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান, নীতীশ রেড্ডি, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত বর্মা, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, জীশান আনসারি ও ইশান মালিঙ্গা।
সানরাইজার্স হায়দরাবাদের ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প
অভিনব মনোহর, সচিন বাবি, মহম্মদ শামি, রাহুল চাহার ও উইয়ান মাল্ডার।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ ও বিগনেশ পুতুর।
মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প
রোহিত শর্মা, করবিন বশ, সত্যনারায়ণ রাজু, রাজ বাওয়া ও রবিন মিঞ্জ।