মিয়ম মতো কেউ আবেদন না করলে আম্পায়ার আউট দিতে পারেন না। বুধবার উপ্পলে ইশান কিষানকে আউট ঘোষণা করার আগে ইতস্তত বোধ করছিলেন ফিল্ড আম্পায়ার। তিনি কিছুটা আঙুল তুলেও ফের নামিয়ে নেবেন কিনা ভাবছিলেন। আসলে না উইকেটকিপার রিকেলটন, না বোলার দীপক চাহার, ইশানের কট-বিহাইন্ডের জন্য কেউই আবেদন করেননি। মুম্বইয়ের কোনও ফিল্ডারকে আবেদন করতে দেখা যায়নি।
পরে আম্পায়ার অর্ধেক আঙুল তুলে ফেলেছেন দেখে একবার হালকা আবেদন করেন চাহার। আম্পায়ার ঠিক তার পরেই আঙুল তুলে জানিয়ে দেন যে, ইশান কিষান এক্ষেত্রে কট-বিহাইন্ড আউট হয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ইশান এক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করেননি। তিনি ক্রিজ ছেড়ে হাঁটা লাগান সাজঘরের দিকে। মুম্বইয়ের ক্রিকেটাররা এমন সৎ পদক্ষেপের জন্য ইশানের পিঠ চাপড়েও দেন। তবে পরে বোঝা যায় যে, সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হয়েছেন ইশান। কেননা সানরাইজার্স তারকা সাজঘরে ফেরার পরে আল্ট্রা-এজে দেখা যায় যে, বল ইশানের ব্যাটেই লাগেনি। অর্থাৎ, ইশান কিষান এক্ষেত্রে আউট না হয়েও পুরনো দলকে নিজের উইকেট উপহার দিয়ে আসেন।