স্লগ ওভারে ইয়কার্র করার চেষ্টায় জসপ্রীত বুমরাহ লেনথ মিস করেন বারবার। তবে ঘটনাবহুল ওভারে একটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত এক মাইলস্টোনও টপকে যান বুমরাহ। বুধবার উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমে অনবদ্য নজির গড়েন মুম্বই ইন্ডিয়ান্সের সুপারস্টার পেসার।
উপ্পলে আইপিএল ২০২৫-এর ৪১তম লিগ ম্যাচে টস জিতে হায়দরাবাদকে শুরুতে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। ইনিংসের শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। তারা শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে।
ইনিংসের ১৯তম ওভারে মুম্বইয়ের হয়ে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। এটি ছিল বুমরাহর বোলিং কোটার শেষ ওভার। ওভারের প্রথম বলই ফুলটস করেন বুমরাহ। তবে অভিনব মনোহর কোনও রান সংগ্রহ করতে পারেননি সেই বলে। ওভারের দ্বিতীয় বলও ফুলটস করেন জসপ্রীত। সেই বলে মনোহরের অতি সহজ ক্যাচ ছাড়েন সূর্যকুমার যাদব। সেই বলে ২ রান ওঠে।
তৃতীয় বলে ইয়র্কার করেন জসপ্রীত। সেই বলে ১ রান নেন মনোহর। চতুর্থ বলও ইয়র্কার করেন বুমরাহ। সেই বলে ২ রান নেন এনরিখ ক্লাসেন। পঞ্চম বলে ফুলটস করেন জসপ্রীত। দুর্দান্ত রিভার্স স্কুপে থার্ডম্যান বাউন্ডারিতে ছক্কা হাঁকান এনরিখ। ওভারের শেষ বলও ফুলটস করেন জসপ্রীত এবং সেই বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে তিলক বর্মার হাতে ধরা পড়েন ক্লাসেন। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭১ রান করে আউট হন প্রোটিয়া তারকা।
উল্লেখযোগ্য বিষয় হল, ক্লাসেনকে ফিরিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বুমরাহ। ২৩৮টি টি-২০ ম্যাচের ২৩৭টি ইনিংসে বল করে ৩০০টি উইকেট সংগ্রহ করেন জসপ্রীত।
দ্রুততম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট বুমরাহর
পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বুমরাহ। তাঁর আগে ভারতীয়দের মধ্যে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের গণ্ডি টপকেছেন কেবল যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযূষ চাওলা (৩১৯), রবিচন্দ্রন অশ্বিন (৩১৫) ও ভুবনেশ্বর কুমার (৩১৮)।
এখনও পর্যন্ত মোট ৫ জন ভারতীয় বোলার টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট দখল করলেও জসপ্রীত বুমরাহ সব থেকে কম ম্যাচে এই নজির গড়েন। অর্থাৎ, দ্রুততম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে উইকেট নেওয়ার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন জসপ্রীত। সার্বিকভাবে বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এমন নজির গড়েন জসপ্রীত। বুমরাহ বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।